আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: আমায় দেখে হেসেছিল সন্ধ্যার চাঁদ!

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

গেছিলাম মতিঝিলে আহত বলাকার ছবি তুলতে, ফিরবার পথে চারুকলার উল্টাদিকে ছবির হাটে একটু ঢু না দিলে কেমন যেন লাগে। ইমনের বাপেরে কইলাম দুইকাপ দুধ চা খাওয়াইতে, সান্ত কইল আন্কেল দেখে চান্দের দিকে কেমন হাসতাছে অবাক হয়ে তাকায় রইলাম সন্ধ্যার আকাশে! তখন ৬:২০ ক্যামেরাটা নানা কসরত করে চালাইলাম। মাথায় ছিল এক্ষুনি ব্লগে গিয়া পোষ্টাইতে হবে। মাত্র বাড়ী ফিরলাম, একটু আগে তোলা ছবি ক'খান ব্লগ বন্ধুদের সাথে শেয়ার কর্লাম। চাঁদের অমন হাসি দেখলে কার না ভালো লাগে বলেন, সকলের জন্য শুভ কামনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।