আমাদের কথা খুঁজে নিন

   

ই...স্মাইল পিলিজ !

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

মা ছোট্ট বৃন্তকে শেখাচ্ছেন : বৃন্ত বাসে কোন বৃদ্ধ অথবা কোন মহিলা দাড়িয়ে থাকলে সব সময় তার জন্য সিট ছেড়ে দিবে ঠিক আছে? তারপর বৃন্ত একদিন বাসে করে তার বাবার সাথে বাসে করে স্কুলে যাচ্ছিল তখন বাসে একজন মহিল ওঠল আর বৃন্ত তার মায়ের কথা মনে করে মহিলাকে বলল আন্টি বসুন। আর এই কাজ করার পর পরই বাবা বৃন্ত কে একটা চড় দিল । বাসায় ফিরে বৃন্ত কাঁদতে কাঁদতে মায়ের কাছে : জানো আম্মু বাসে এক আন্টির জন্য সিট ছেড়ে দেওয়ায় আব্বু আমাকে চড় মেরেছে। : কেন কেন তুমি আমার ছেলেেক মারলে কেন ? ও তো ঠিক কাজই করছিল । : তোমার ফাজিল ছেলে কি করেছে জানো? ফাজিলটা আমার কোল থেকে ওঠে দাড়িয়ে ওই মহিলা কে বলে আন্টি বসুন।

বাথরুম সিঙ্গার ! ১ম বন্ধুঃ জানিস আমাদের বাড়ির সবাই বাথরুমে গান গায় । ২য় বন্ধুঃ স-বা-ই ? ১ম বন্ধুঃ চাকর-বাকর পর্যন্ত। ২য় বন্ধুঃ তোরা তাহলে সবাই গানের ভক্ত । ১ম বন্ধুঃ দুর, তা নয় , আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো আত্মহত্যা মধ্যেরাতে মই ও হ্যারিকানের হাতে গ্রামের পথে একজন চৌকিদার এত রাত্রে এভাবে কোথায় যাচ্ছেন? পথিকঃ জীবনের ওপর ঘেন্না ধরে গেছে তাই গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছি। চৌকিদারঃ সে কি ? তবে হাতে হ্যারিকেন কেন? পথিকঃ বাব্বা যা সাপের উপদ্রব চৌকিদারঃ আর মইটা পথিকঃ গাছে উঠে দড়ি খাটানোর জন্য গাছে যে একদম চড়তে পারিনা ।

শেষে গিয়ে পড়ে গিয়ে পা ভাংবো? ২ স্পেশাল ট্রেন দামী পোশাক পরা সম্ভান্ত চেহারায় এক ভদ্রলোক ষ্টেশনের কাছে রেল - লাইনের ধারে দাঁড়ানো দুইজন গ্রাম্য লোক দেখে জিজ্ঞেস করলেন এখন কোন ট্রেন আসবে ? স্যার এখন মালগাড়ী আইবো একজন জানালো এরপর কোন গাড়ি আসবে ? এরপর আইবো একটা লোকাল ট্রেন কোন স্পেশাল ট্রেন আসবে না ? ইসপিশায়াল তো স্যার চইলা গেছে কখন । ক্যান আপনে কই যাবেন? যাবোনা আত্বহত্যা করতে এসেছিলাম । তা হলোনা । বুঝলেন আমার মত লোক তো আর যে সে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে পারে না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.