আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আজ আমরা শোকের মাতম করি............

আমার এই পথ চাওয়াতেই আনন্দ........

কবি ছিলেন নিভৃতে..... নিমগ্ন ছায়া তলে, সামহ্যোয়ারইনব্লগ............ কবির কথা আমাদের জানালেন আমার প্রাণপ্রিয়(!), বহু ব্লগীয় বিশেষনে বিশেষায়িত কৌশিক ভাই তার ব্লগসমালোচনাঃ মহাকবি মাইকেল পরবর্তী যুগের সেনসেশন ওমর ফারুকের Definition About GIRL শিরোনামের এক কালজয়ী পোস্টের মাধ্যমে। সেই থেকে আমরা কবি'র ব্লগ নিসৃত সেই অমিয়-সুধা পান করিতেছি এবং করিয়া আসিতেছি.......। আর একটু একটু করে এই দীন হীন আমিও মহান কবির স্নেহধন্য হয়ে উঠি ধীরে ধীরে..........। তার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ.......... ২৯ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১ এ কবি স্বয়ং এলেন আমার ব্লগে.......!!!! এই নগন্য বুলবুল আহমেদ এর ব্লগে কবির আগমন আবলোকন করে আমি তো রীতিমত বিমোহিত, রুদ্ধশ্বাস আবেগে থরথর কম্পিত.........!‍!!!! কিন্তু... কবির কমেন্ট পড়তে গিয়ে আবিস্কার করলাম নিয়তির এ কোন পরিহাসে কবি নিয়ে এসেছেন এক অমোঘ বানী.... ........... আজানা আশংকায় শিউরে উঠলাম আমি। এক মুহুর্ত নষ্ট না করে ক্লিক করলাম 'ওমর ফ।

রুক' এর উপরে অর্থাৎ কবি ব্লগের লিংকে। হা ঈশ্বর.............. সত্যিই কবি তার সকল পোস্ট মুছে দিয়েছেন নিষ্ঠুর হাতে, ঘাতক ক্লিকের আঘাতে, কে জানে কোন অভিমানে। কবি ব্লগ আজ শূন্য, খাঁ খাঁ মরুভূমি। দেখে আমার বুকের ভেতরটা স্তব্ধ হয়ে গেল, মনে হল আমার হৃৎপিন্ড টা বুঝি কেউ ছিড়ে-খুড়ে নিয়ে গেছে.......... শুধু তাইনা, অভিমানী কবি আরো বলেছেন, "kintu next mona hoi ami ar kona artical likbo na" অভিমানী কবির এই অকাল প্রয়ানে(!) [নাকি স্বেচ্ছা নির্বাসনে] আমরা আজ নিঃস্ব, রিক্ত.....। এই ব্লগ ভূবনের দশ দিগন্তে আজ কেবলই হাহাকার।

আজ তাই শুধু হাহাকারের দিন আজ শুধু কান্নার ধ্বনি...... অশ্রু আর অশ্রু আজ মৃত্যুর বিভীষিকা.......... শোকের মাতম........!!!! আসুন আজ আমরা শোকের মাতম করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।