আমাদের কথা খুঁজে নিন

   

!! অভিনব ডাকাতি !!

মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....

উগান্ডার পুলিশ দেশটিতে বারগামী পুরুষকে ডাকাতদের প্রতারণা থেকে সতর্ক করে দিয়েছে। তারা বলেছে, সম্প্রতি উগান্ডার বারগুলোতে ডাকাতদের আনাগোনা বেড়ে গেছে। আর একাজে তারা সুন্দরী রমণীদের ব্যবহার করছে। এসব রমণী তাদের বুকে আঠা জাতীয় চেতনানাশক ওষুধ বহন করে। রমণীরা পুরুষ মক্কেলদের সঙ্গে মেলামেশা করার সময় এ ওষুধের ঘ্রাণে তারা জ্ঞান হারিয়ে ফেলে। আর এ সুযোগে ডাকাতরা তাদের সবকিছু নিয়ে চম্পট দেয়। বিশেষ করে ব্যবসায়ীদের প্রতারণার ফাদেঁ ফেলে ডাকাতরা । উগান্ডার গোয়েন্দ বিভাগ এ বলে সতর্ক করে দিয়েছে যে, বারে যাওয়ার পর পুরুষরা যেন তাদের নাক সাবধানে রাখে । সূত্রঃ এএফপি / দৈনিক যায়যায়দিন I'm extremly sorry ... I didn't want to give that picture but .. i was surprised bcz the daily newpaper "DANIK JAIJAIDIN" gave that picture their today's edition thatsway i thought if they gave then i wish i can give that picture but after i sent this blog i realized this was wrong for this blog .. i gone for edit but before my edit blog admin remove that picture .. ThanQ Admin I'm again sorry .... i wish next time এমন ভুল হবে না । ধন্যবাদ সবাইকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।