আমাদের কথা খুঁজে নিন

   

দিলু নাসের এর ছড়া ঃ মানুষ নামা



মানুষ মানুষ গড়ে মানুষ মানুষ করে চাষ জনম জনম ধরে মানুষের সাথে করে মানুষেরা বাস তবু ও মানুষ করে মানুষ কে নাশ । (২) এই পৃথিবীতে যতো লোক আছে সাদা কালো আর বাদামী একই স্রষ্টার সৃস্টি সকলে এবং মৃর্ত্যু গামী তবু কেন এই মানুষে মানুষে ভেদা ভেদ এতো বেশী সারাটা বিশ্বে হানা হানি আর অহেতুক রেষারেষী সারাটা বিশ্বে মানুষ এখন মানুষ তো নয় আর মানুষের প্রতি মানুষ এখন করে শুধু হুংকার মানুষ যদি মানুষ না হয় মানুষ হবে কারা বনের পশু পক্ষরা সব মানুষ তো তারা পাখপাখালি জন্তুরা সব মানুষ যদি হয় আমরা সবাই মানুষ নামের কলংক নিশ্চয় । (৩) মানুষের মাঝে আর নেই মনুষত্ব মানুষ মারতে আজ -মানুষেরা মত্ত মানুষের মাঝে আজ শুধু মতানৈক্য মানুষ বিনাশে আজ মানুষেরা দক্ষ মানুষ বুঝেনা আর মানুষের ভাষা বিশ্বতে তাই আজ এতো দুর্দশা মানুষ দেখলে হয় মানুষেরা ভীত এমন কান্ড দেখে পশু লজ্জিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।