আমাদের কথা খুঁজে নিন

   

সাত ব্লগার'রে লইয়া খভিতা, মাইনাচ দিবেন নাকি পুলিশ ডাকমু

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

(বিভিন্ন সময়ে লিখা ৭ ব্লগারের ব্লগে তাদের নিয়া খভিতা আছেন নাইম(উন্মাদ), শিরোনামহীন, আশরাফ মাহমুদ, তামিম ইফরান(গুলাবী), রাজামশাই, বিডি আইডল, মুকুট) নাইম উন্মাদ তিনি উন্মাদ উনি পুরে নেন তত উনার সাধ যত। উন্মাদরে তিনি ভালা ফায় তাই তাঁর মত কান্ড ঘটায় তবে প্রতীক্ষায় আছেন তিনি মোর স্বপ্নের বাংলাকে ভালবাসেন তিনি। ২০০টা আজাইরা পোষ্ট করছে পাঠক সমাজ তার উপরে ক্ষিপ্ত হইছে মাঝে মাঝে খভিতা লিখে শেকলবদ্ধ হইয়া পাগলামি করে। নিজের ছবি টাঙ্গাইছে ভেবেছে মেয়েরা আসবে। এই খভিতা লিখার কারনে লেখককে অপমানজনক কোনকিছু করা যাবেনা।

শিরোনামহীন এই মাত্র তাঁর ব্লগে আসলাম এসেই তাঁর আম্মা হবার কথা শুনলাম। কাঁঠাল পাতার সাপ্লাই উনি দেয় না ছাগুরা তোমরা এদিকে এসো না। প্রোফাইলের ছবি দেখে আমি একটু অবাক কান্দাকাটির কি আছে আমরা ব্লগার রা তো আছি। ভালো ভালো পুষ্টায় তিনি বিভিন্ন বিষয়ে পুষ্টায় তিনি। নিয়মিত ব্লগার তিনি সবাইরে ভালা ফায় তিনি ব্লগ জীবনে পৌনে তিনবছর পার করছে সবাই তারে অভিনন্দন দিছে।

মাঝে মাঝে খভিতা লিখে বেশ ভালো হয়। উনার সাফ্যল কামনা করি ব্লগীংয়ে উনাকে দেখতে চাই। আর কিছু মাথায় নাই ভুল ত্রুটি ক্ষমা চাই মানুষেরে ঘৃণা করি' ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি' ও' মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে। পূজিছে গ্রন্থ ভন্ডের দল। -- মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ; -- গ্রন্থ আনেনি মানুষ কোনো।

- মানুষ (কাজী নজরুল ইসলাম) আশরাফ মাহমুদ প্রোফাইলে দিয়েছেন ছবি ইমেইল আই.ডি ও দিয়েছেন ভেবেছেন মেয়েরা হবে ইমপ্রেস করবে উনাকে ই-মেইলস। নিয়মিত ব্লগার তিনি খভিতা পুষ্টায় তিনি। উনার খভিতা ভালো রান্না করার উপযুক্ত। (অখাদ্য হলে খাওয়া সম্ভব নয়) ভালো ব্লগার তিনি! আনওফিসিয়াল এথিক্যাল হ্যাকিং পজেটিভ থিংকার্স জন্মযুদ্ধ গানের কলি এই সব গ্রুপে আছে জানি। ভেবেছিলাম উনার লেখা করবো চুরি হলোনা করা চুরি @লেখা সর্বসত্ত্ব সংরক্ষিত@ তাইতো কাপাকাপি।

আর কিছু মাথায় নাই ভুল ত্রুটি ক্ষমা চাই। তামিম ইফরান অধ্যাপক গুলাবী উনার পেশা বান্দরামি গাছের ডাইল ধইরা ঝুলেন তিনি চান্স পাইলে মানুষের চুল ধইরা টানেন তিনি আইট্টা কলা আর উকুন খায় মাঝে মাঝে গ্যায়ানি কথা কয় প্রোফাইলের ছবি দেখলে আমি অনেক ভয় পাই উনার ব্লগে আইট্টা কলা ছাড়া দেখা করতে চাইছিলাম কথা অনুযায়ী আমি খামচি খাইলাম রাজামশাই এ দেশে ছিলো এক রাজা তার ছিলো ৪৬৪টি সন্তান বিবাহ করেছেন ৮৬৯০টি তাঁর প্রজা ছিলো ৯৬৪৭টি পরকীয়া করেছেন ৮ মাস ২ সপ্তাহ তাঁকে জনগণ ৯২৬৮৬ বার করেছে রাজা। প্রোফাইলে দিয়েছেন তাঁর ছবি দেখে মনে তাঁর সেনাপতির ছবি। ফুলকে তিনি অনেক ভালোবাসেন তাইতো সারাদিন তাদের পুষ্টান। মনের দিক থেকে ভালো দেখতে একটু কালো।

প্রজাগণ তারে ভালা ফায় খুশিতে সে আত্নহারা হয়। এই খভিতার সব তথ্য তাঁর ব্লগ থেকে নেওয়া হয়েছে। একটা খভিতা লিখার ইচ্ছায় এটা করেছি বিডি আইডল স্বদেশ যাচ্ছেন শ্রীঘ্রই সুর্দীর্ঘ দু'বছর পর মনে হয় করবেন বিয়ে তাইতো তাড়াহুড়া! প্রোফাইলের ছবি চেন্জ করছে এই ছবিটা একটু হলেও ভালো হয়েছে। ইচ্ছা হল এক ধরনের গঙ্গা ফড়িং কথাটা ঠিক বলেছে। সম্প্রতি নিজের ব্লগ খুলেছে বেশ ভালো হয়েছে।

বেশ নিয়মিত ব্লগার প্রত্যকদিনই পুষ্টায়। সফটওয়্যার বিষয়ক সমস্যার জন্য সফট প্লানেট (SP) গ্রুপে আসতে বলেছে। আর কিছু মাথায় নাই ভুল ত্রুটি ক্ষমা চাই। মুকুট ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ...পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি!! ক্ষুধার রাজ্যে নিপিড়িত মানুষ মৃত্যু অনাকাঙঙ্গিত কিছু নয়!(সৌপ্তিক) প্রোফাইলে দিয়েছেন নিজের ছবি ভেবেছেন মেয়েদের করবেন ইমপ্রেস ইমেইল আই.ডি ও দিয়েছেন ভেবেছেন মেয়েরা করবে ইমেইলস। জাপানের টোকিও শহরে থাকেন তিনি আঙ পাঙ্ক কথার মাঝে বাংলায় ব্লগায় তিনি।

নিয়মিত ব্লগার তিনি সব বিষয়ে পুষ্টায় তিনি জাপানের ডায়েরি করছেন তিনি আবজাব সব কথা লিখছেন তিনি। সাফল্য কামনা করি আমি সুস্থ সবল দীর্ঘায়ু হোক উনার। আর কিছু মাথায় নাই ভুল ত্রুটি ক্ষমা চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।