জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।
বহুদিন পরে ফিরে আসলাম,পড়াশোনা,পারিবারিক ঝামেলা, একটা জব জোগার করা এবং আর বহু কিছু পেছনে ফেলে ফেলে নিজেকে আমি সুখি ভাবতে শুরু করেছি, সকালে ক্লাস, পরীক্ষা, রাতে অফিস করে মাঝ রাতে বাসায় ফেরা, মুভি দেখা খেতে খেতে ......... আমার সঙ্গীই রাতের নিষ্পাপ আধার। মাঝে মঝে ভাবি সুখি হতে মনে হয় খুব বেশি কিছু লাগে না, খুব সহজেই সুখি হওযা যায়। মাঝে মাঝে লেট নাইট অফিস থাকলে বাসায় আসতে আসতে সকাল হয়ে যায় আর সকালে অফিস থেকে বের হযে কোমল এক বিশুদ্ধ সকালের আলো দেখলে মনটাই কেমন যেন রোদের তুলিতে নতুন অচেনা একটা ছবি আঁকতে চায়, বহুবার খাদের কিনারায় পরে গিযেছি আবার আমি উঠে এহাছি আমার চেনা পথে কারন আমি জানি আমি হারতে আসিনি এখানে, হারব না কোনভাবেই,কোনভাবেই, জিততে আমাকে হবেই, আমি শুধু নীল হযে থাকতে চাঁই না আমি একজন জযের নাযক হতে চাঁই, তাই আমার ফিরে আশা, আমার পরিচিত কোলাহলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।