আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৯৬ (তোর কথা মানেই আমার শব্দ-মুক্তা-হার )

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৯৫ (ডুবে মরছি, তৃষ্ণা মিটছে কই? ) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : : অনু, কি হলো? : সপ্তী, আমি কি বেশি খারাপ ! : কেন বল্ তো! : তোর সাথে বলি যত আবোলতাবোল... : তোর কথা মানেই আমার শব্দ-মুক্তা-হার : বাজে কথাও? : অমন করে কেউ বলতে পারে! : আচ্ছা আচ্ছা (খুব খুশি) : দেখ্ আবার মাথায় ওঠবিনাতো! : (চুপ) : কি হলো? : আজ কি রঙ এর জামা পরেছিস? : এ্যাই.... অসভ্য (শাসন) : ওমা কী বল্লাম? : (এখনো বলিস নাই, কিন্তু ...) : ( হে হে হে ) ২৮-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।