আমাদের কথা খুঁজে নিন

   

ভুতের মুখে (তুক্কু বুশের মুখে) রাম নাম

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

বিদায়বেলায় ফিলিস্তিন রাষ্ট্রের ‘স্বপ্নের’ কথা বললেন বুশ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে শেষ আলোচনায় বলেছেন, এ বছর ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি স্বারের ল্য অর্জন না হলেও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন এখনও সজীব। এ লক্ষ্য কাজ করে যাওয়া প্রয়োজন। প্রেসিডেন্সির মেয়াদ শেষের মাত্র দুমাস আগে বুশ আবারও আশা প্রকাশ করে বলেন, “ইসরায়েলের পাশাপাশি একটি গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যুদয় মধ্যপ্রাচ্য কয়েক দশকের সংঘাত নিরসনে সহায়ক হবে।” এই গুরুদায়িত্বটি বুশ এখন নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর ফেলে যাচ্ছেন। হোয়াইট হাউসে ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী ওলমার্টের সঙ্গে শেষ বৈঠকের পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বুশ সাংবাদিকদের বলেন, আমার বিশ্বাস, “স্বপ্ন এখনও বেঁচে আছে এবং আমাদের কাজ করে যাওয়া প্রয়োজন।”এক বছর আগে মেরিল্যান্ডের অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে এ বছর প্রেসিডেন্ট বুশের মেয়াদ শেষের আগেই ইসরাইল-ফিলিস্তিন শান্তিচুক্তি স্বারের যে ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা পূরণ করা সম্ভব নয়- একথা স্বীকার করে নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ফিলিস্তিন তিন পই। বিশ্লেষকদের অনেকেই এ ব্যর্থতার জন্য বুশের সমালোচনা করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় বুশ তেমন জোরেশোরে চেষ্টা করেননি। তবে অ্যানাপোলিস সম্মেলনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সচল করার জন্য বুশের প্রসংশা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্ট। তিনি শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রিক সমাধানকেই সংকট নিরসনের একমাত্র পথ হিসাবে উল্লেখ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।