আমাদের কথা খুঁজে নিন

   

মশা সমাচার

বলার মতো কিছু খুজে পাচ্ছি না.........যখন পাবো তখন বলবো.....

ঢাকা শহরকে অনেকে অনেক ভাবে পরিচয় দেয়.....মসজিদের শহর, টাকা ওড়ার শহর ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি ঢাকার নাম দিয়েছি মশার শহর। ঢাকার যত মেয়র হয়েছেন তারা সবাই কথা দিয়েছিলেন ঢাকাকে মশা মুক্ত করবেন। মেয়র হানিফ, মেয়র খোকা কেউই ঢাকাকে মশা মুক্ত করতে পারেন নি। মশা নিধন ঔষধ দিয়েও কোন কাজ হয় নি।

সম্প্রতি আমার এলাকায় মশা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। মশার কয়েল, এরোসল বা ইলেক্টিক ঔষধ দিয়েও কাজ হচ্ছে না। সেদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম। চায়ের কাপে চুমুক দিতে যাওয়ার সময় হঠাৎ দেখি একটা মশা মুখের সামনে উড়াউড়ি করছে। এমন অবস্থায় ছিলাম যে কাপ রেখে মশা মারব তার উপায় ছিল না।

তো আমি চা খাওয়া চালিয়ে যেতে লাগলাম। কিন্তু বাদ সাধল বেয়াদব মশা। বেটা আমার চা এর সাথে মুখে ঢুকে পড়ল। এমন একটা অবস্থায় পড়লাম যে না পারি চা খেতে না পারি মুখ থেকে ফেলে দিতে। কোনমতে চায়ের কাপ রেখে টয়লেটে গিয়ে মুখ গড়গড়া করলাম।

অতঃপর আবার চা পানে মগ্ন হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।