আমাদের কথা খুঁজে নিন

   

NO3(-) মূলকের রিং টেষ্ট

রাজা
কলেজে থাকতে লবন মিলানো ছিলো একটি বড় সমস্যা। সর্বসাকুল্যে কয়টা মিলাইছিলাম তা এখন আর মনে নাই। এর মধ্যে কিছু আছিল NO3 মূলকের লবন। এই নাইট্রেট মূলকের লাইগ্যা করতে হইতো রিং টেষ্ট। আমার কাছে এইটা খুব একটা ভালো লাগতো না।

অনেক সময় রিং দেখা যাইতো অনেক সময় হইতো না। বড় বেশী কঠিন মনে হইতো। লবনের দ্রবন সাথে সালফিউরিক এসিড যোগ করতাম এর পর এতে ফেরাস সালফেটের দ্রবন ঢালতাম। তাইলেই রিং হইতো। বিক্রিয়া টা হইতো এই রকম।

NO3(-)+H2SO4(L)===HNO3(aq)+HSO4(-)aq HNO3(aq)+3Fe(2+)+3H+(aq)===2H2O(L)+NO(... 3Fe(3+)(aq) FeSO4(aq)+NO(g)===FeSO4.NO(aq) এত কথা কইলাম কেন ? চুপি চুপি কই.... পরীক্ষায় লবন দিসে। যথারীতি পড়ছে নাইট্রেট লবন। আমি সিউর দুই নম্বরী পদ্ধতিতে। কি আর করা রিং বানাইতে ট্রাই করলাম হইলো না। কি করি? লবনের দ্রবন দিলাম ফালাইয়া ।

তাতে লইলাম নাইট্রিক এসিডের দ্রবন। এতে যোগ করলাম সালফিউরিক এসিড। এরপর ঢাললাম ফেরাস সালফেটের দ্রবন। আহা এত সুন্দর রিং হইলো । মাস্টর সারাজীবন ট্রাই মারলেও এত সুন্দর রিং বানাইতে পারবো কিনা সন্দেহ আছে।

( চুপি চুপি কিন্তু চোরাই বুদ্ধি শিখাইয়া দিলাম। )
 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।