আমাদের কথা খুঁজে নিন

   

ছন্দের দ্বন্দ

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

ছন্দহীন ও ছন্দ দুটিতেই দ্বন্দ । ছন্দহীনকে ছ্ন্দ বলে যে ডেকে কবিতায় ছন্দ আনো আজ থেকে। ছন্দে মিল আছে আর আছে তাল শুনতে লাগে মিষ্টি, ভীষন সরল । ছন্দ গতিময় নিয়ে তাই আসে প্রাণ তাইতো ছন্দে লেখা হয় সব গান। ছন্দ মন ছোঁয়, ছন্দেই আসে ঢেঊ ছন্দহীন কবিতা পড়েনা তাই কেউ।

ছন্দহীন ডেকে বলে শোনরে ছন্দ ছন্দহীন কবিতা মোটে নয় মন্দ। ছন্দ শিশুতোষ, ছন্দ যে পলকা ছন্দ কবিতা শুনতে তাই হাল্কা। কবিতায় রবে যে বিমুর্ত ভাবনা ছন্দে সে কথা ঠিক বলা যায় না। কবিতা ভাষার সুচতুর কারুকাজ ছন্দ কবিতার চল নাই তাই আজ। কবিতার দুটি রুপ গদ্য আর পদ্য দুই রুপে কবিতাকে করে অনবদ্য।

ভাল লাগে যা এই মনটা ছুঁয়ে যায় ছন্দ না হল তাতে কিবা এসে যায় । বল শুনি তবে কার কি যে পছন্দ ছন্দহীন কবিতা না কবিতায় ছন্দ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.