আমাদের কথা খুঁজে নিন

   

wamp-এ mysql সার্ভার ইনস্টল হচ্ছে না - টেকিদের সাহায্য দরকার

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

জুমলা সেটাপের জন্য wamp 2.0 ইনস্টল করলাম। কিন্তু কোনোভাবেই mysql সার্ভার রান করছে না। কোথায় যে কী হচ্ছে সেটাও বুঝতে পারছি না। বিশেষ করে mysql-এর পাসওয়ার্ডটা দেওয়া জরুরি। সেটা দিতেই পারছি না।

এমনকি mysql কনসোল ওপেন করার পর যখন পাসওয়ার্ড চায়, তখন পাসওয়ার্ড দিলে বা না দিলে কোনোকিছু না বলেই হাপিশ হয়ে যায়। এমনিতে http://localhost/ দিলে wampserver আসে কিন্তু phymyadmin-এ ক্লিক করলে বার্তা আসে #2003 - Can't connect to MySQL server on localhost (10061)। এই সমস্যা থেকে মুক্তি পাবো কীভাবে? mysql-এর পাসওয়ার্ড-ই বা কীভাবে চেঞ্জ করবো। উল্লেখ্য, উইন্ডোজের ফায়ারওয়াল বন্ধ আছে। ঠিক একই সমস্যায় পড়েছিলাম উবুন্টুতে xampp ইনস্টল করার পর।

কোনোভাবেই mysql বা ডাটাবেজের সাথে লিংক পাচ্ছিলো না। টেকিদের কেউ কি শাহবাগ এলাকায় থাকেন? থাকলে গিয়ে সরাসরি বুঝে আসতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।