আমাদের কথা খুঁজে নিন

   

সাজ্জাদের একটা গান

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

সাজ্জাদ। ওদের জীবনযাপন হয়তো -বা আধুনিক। তবে, আগামী দিনের বাংলা গানের হাল এরাই ধরবে।

আমার বিশ্বাস সেরকমই। কথাটা বলার কারণ-বাংলা গানের একটা বদল টের পাচ্ছি। সেই দিক থেকে বাংলা গানের ক্ষেত্রে "মনপুরা" মাইলস্টোন । গানের বাঁক ঘোরানো অর্ণবের পক্ষেই সম্ভব। সেরকম শান্তিনিকেতনী শিক্ষা রয়েছে অর্ণবের।

কিন্তু, আমি বলছি ‍"রি-ধুন" ব্যান্ডের সাজ্জাদের কথা। ওদের একটা গান শুনে ভীষন ভাবিত হয়ে পড়েছি। আমরা যাকে বলি ইনডিয়ান ক্লাসিকাল-সে রকম একটা আমেজ রয়েছে ওদের একটা গানে (কেউ জানে না কী কারণে) । গানটা মুগ্ধ হয়ে শুনছি। তখন বলছিলাম, সাজ্জাদদের জীবনযাপন আধুনিক, তেমন বিশেষ তালিমও নেই অর্ণবের মতন।

তাই ভাবছিলাম, ইনডিয়ান ক্লাসিকাল এর মতো এক বিরাট ঐতিহ্য কী ভাবে জড়িয়ে আছে ওদের জীবনে? কেউ জানে না কী কারণে-গানটার লিঙ্ক। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।