আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৯০ (আচ্ছা যা, রাখবো তোর ঐ আব্দারটাও খুশি এবার?)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৮৯ (আমি যেন তোর কুড়িয়ে পাওয়া কেউ ) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : জোর করছিস্! : অধিকার নেই? : অপপ্রয়োগ বলেও একটি কথা আছে : (চুপ) : অনু, কেন আমরা ঝগড়া করছি? : (চুপ) : জানিই যখন, দু'জন দু'জনার! : (চুপ) : কথা বল্, ওমা, হাত ছাড়লি যে! : এমনি : হাত ছাড়লে কিন্তু জড়ায়ে ধরবো : এই পথের ধারে! : তো? : পাগলী হলি? : পাগলীইতো ডাকিস্ : (চুপ) : আচ্ছা যা, ফোন আর বিজি রাখবোনা : (চুপ) : হেসে হেসে কথা বলবোনা তুই ছাড়া অন্যজনে : (চুপ) : কথা বল্, অনু আমার, জামাই আমার... : (চুপ) : আচ্ছা যা, রাখবো তোর ঐ আব্দারটাও খুশি এবার? ২৫-১১-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।