আমাদের কথা খুঁজে নিন

   

স্বকীয়া/পরকীয়া.......

সন্দেহে আছি সত্য

যে যার মতো চলতেছে। যার যাতে আছে সৃজন তেমতি। আধুনিক পার হয়ে উত্তরাধুনিক আইসা পড়ছে তাই বইলা কি? জানি না। নিজেরে চিনন সবচে কঠিন। এই যে আমি একসময় মানভাষা মানভাষা বলে ফাটায়ে ফেলতাম, এখনো বলি তারপরো তলে তলে ব্লগে কথ্য না বললে দেখতেছি পেটের ভাত হজম হয় না।

কিতাবি দর্শন আওড়ায়ে কি কাম জানি না তবে কাম একখান তো হয়ই। যদি খোদা মানি তো নাকি নিজেরে বড় কওন যায়, যদি না মানি তয় নাকি বান্দরের লগে মিইলা যাই। আবার যারা বিজ্ঞানী মানুষ তারা কয় বান্দরই সব,ওরাই পূর্ব। যারা দর্শন কয় তারা বলে খোদা মানলে স্বাধীনতা কমে যায়, দাস হয়ে যাইতে হয়। আমি জানি না।

নিজেরটা কোনটা জানি না। তার মানে স্বকীয়া নাই, আমাগো সবটাই পরকীয়া। অপরে যা বলে যা করে তাই। এমনে খুব বেশিদিন চলবে না। তয় মানুষ একসময় মরে যায়, আর মরে গেলে পচে যায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।