আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুর্গম, দুর্দান্ত (উৎসর্গঃ শাহবাগের তরুণ বীরদের)

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। আমি দুর্গম, দুর্দান্ত -আবু জাঈদ উৎসর্গঃ শাহবাগের তরুণ বীরদের। আমি দুর্গম, দুর্দান্ত, চলি সীমাহিন, নই ক্লান্ত। নেমেছি তিক্ত বুকে, ন্যায়ের মশাল হাতে, আমার বুকে মজুদ, ৩০ লক্ষ শহীদ জেগেছে তাতে। আমি বীর, চির দুর্বার, খেপা নজরুল, আমি ভাষানী, আমি যমদুত সব পিশাচের আমি ন্যায়ের পক্ষে পাষাণী। আমি দুর্গম, দুর্দান্ত চলি সিমাহীন, নই ক্লান্ত। আমি দুর্নীতের ভেতর বসে, টেনে বের করি কলিজা, ওরে আয় তোরা সব আমার মাঝে মত্ত নরক দেখে যা। বিনিময় নয় ঋণ শোধে আজ নেমেছি পথেতে সবে, পাক বাহিনীর দালালদের আজ ডুকরে কাদতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.