আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম ভাঙা শহরে

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

ঘুম ভাঙা শহরে জানি ঘুম ভাঙবে কারো আমাদের মতন করে, শুধুই একা । কুঁয়াশায় ভেজা শিশিরের ও পরে ঘুম ভাঙবে কারো আমাদের মতন করে, শুধুই একা । প্রথম সূর্যের আলোয় জানালা হাসি মাখা রোদে হাসি হাসি করে আসবে ফিরে জীবনে আনন্দ উত্তজনা গল্প আড্ডায় ফিরে যাবো শৈশবে মায়ের হাতের মাখা ভাত খেয়ে দুরন্ত দূর্বার এগিয়ে যাবেই জীবন যাবেই দূর্নিবার উদ্যম তল্লাটে হই চই করে সারাদিন হয়ে উঠে রঙিন আনন্দ প্রতিদিন । স্বপনীল সন্ধ্যা মুছে দিয়ে মন্দা জীবন ভরে উঠে হাসি কান্নায় আয় তোরা আয় জীবনের খাঁচা ভেঙে সাজাই নতুন রংয়ে নতুন করে এই ঘুম ভাঙা শহরে জানি ঘুম ভাঙবে কারো আমাদের মতন করে, শুধুই একা । দুঃখগুলো যাবো ভুলে জীবনের নতুন আয়োজনে সুর তোলে ভেঙে গড়ি নিজেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।