আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটিকে আমাকে দেখালেনা , যার কথা তুমি লিখেছিলে বারবার.......

পরির্বতনের সময় এখন....

সেই মেয়েটি সেই মেয়েটিকে আমাকে দেখালেনা , যার কথা তুমি লিখেছিলে বারবার। যে মেয়েটিকে আমি চিনতাম, জানতাম, আজ তার বর্ণনা দেওয়া অসম্ভব। সেই মেয়েটির ব্যাখ্যা আমার তীব্র আকাঙ্গা আমার অস্বীত্বে, খুজতে গেলে এখন কেটে যাবে জীবন স্বপ্নের মাঝে আমাকে জীবন্ত জীবশ্ন হয়ে থেকে যেতে হবে চিরদনি। গ্রীষ্মের দারুন দিনে উত্প্ত বাতাসে তার নীর্মল স্পর্শে , হঠাৎ দমকা হাওয়ার শীতলতার সুখ সবই যেন সম্পূর্ণ। প্রবল আবেগে ঘনীভুত হয়ে ঢুকে পড়তাম তার বাড়ীতে নতুন শিল্পের শতরঞ্জি পেতে বিস্মিত দর্পনে। চন্দ্রতাপে ঘেরা সেইসব স্বৃতি আজও আমার মনে পড়ে ঘন অন্ধকারে কিংবা আলোতে, কেন দেখালেনা আমাকে সেই মেয়েটিকে? (হঠাৎ করেই আজ বেশী মনে পড়ছে ফেলে আসা সেই সব দিনের কথা। আর তারই মাঝে খুজে পেলাম অনেক অনেক দিন আগে লিখা একটা কবিতা । সেই কবিতার পাতার অবস্থা বেশ করুন..ফেলে দেওয়া সেইসব লিখা এখনও আমকে ভাবায়...যাকে নিয়ে লিখা সে হয়তো দেখবেনা .... কিন্তু খুব ইচ্ছে হলো এই কবতাখানা রেখে দেই ব্লগের পাতায়।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।