আমাদের কথা খুঁজে নিন

   

লাওৎ-সে বলতেন-In dealing with others, be gentle and kind. (উৎসর্গ: অন্যমনস্ক শরৎ)

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
লাওৎ-সে তাঁর "তাও তে চিং" বইয়ের ৮ নম্বর কবিতায় কী কারণে মহৎ গুণের সঙ্গে পানির তুলনা করে বলেছেন-মহৎ গুণ হচ্ছে জলের মতন। কেন? কেননা-Water serves all beings and does not require anything for itself. It exists below all things. In this respect, it is similar to Tao. বুঝলাম। কিন্তু, It exists below all things. In this respect, it is similar to Tao.-এই কথার কী মানে? তাও কি সবের তলে থাকে? নাকি মূলে থাকে? লাওৎ-সে এ কারণেই জটিল।

কাজেই তাঁর লেখা কবিতাও জটিল। তাও তে চিং গ্রন্থের আট সংখ্যক কবিতাটিতে অবশ্য চমৎকার সব উপদেশ রয়েছে। অনুবাদ করেছেন-Gia Fu Feng The highest good is like water. Water give life to the ten thousand things and does not strive. It flows in places men reject and so is like the Tao. In dwelling, be close to the land. (শাইখ সিরাজের এই লাইনটি ভালো লাগবে মনে হয়। ) In meditation, go deep in the heart. (এই লাইনটি ব্লগার রাঙা মীয়া/কানা বাবা ও হুমায়ূন সাধুর ভালো লাগবে মনে হয়। ) In dealing with others, be gentle and kind. (মাঝে মাঝে এই কথাটি আমরা কেন যেন ভুলে যাই!) In speech, be true. (খালেদা জিয়া; শোনেন।

) In ruling, be just. (শেখ হাসিনা; শোনেন। ) In daily life, be competent. (সবাই শোনেন্) In action, be aware of the time and the season. ( বাংলাদেশী ক্রিকেটার ভাইরা শোনেন) No fight: No blame. তারপরও ইতিহাসে কত যুদ্ধ !!! কত দোষারোপ !!! ৮ নং কবিতাটির অন্য একটি অনুবাদ এরকম। The wise lives like water. Water serves all beings and does not require anything for itself. It exists below all things. In this respect, it is similar to Tao. Life has to follow the principle of naturalness. Follow the path of heart! Be friendly! Tell only truth! When guiding others, follow the principle of being calm! Every action has to be realizable and done in time. He who does not strive to be ahead of others can avoid many mistakes. অনুবাদ করেছেন-Dr.Mikhail Nikolenko
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.