আমাদের কথা খুঁজে নিন

   

আইসিএল-এ খেলতে সমস্যা কোথায়??

জাগো বাংলাদেশ...... জাগো

আই সি এল-এ যারা যোগদান করেছে তাদেরকে বিদ্রোহী বলা হয়েছে। কিন্তু এর পেছনে কি যথাযথ কন কারন রয়েছে কি?ক্রিকেট বোর্ড বলছে তারা নাকি দেশকে ভালবাসে না টাকাকে ভালবাসে। কিন্তু আমি তাদের এ কথাটিকে পুরোপুরি ভাবে বিরোধিতা করতেসি। কিন্তু আইপিএল এ খেললে দোষ নেই আর আইসিএল এ খেললে দোষ কেন??? আই সি এল-এ কি কোন খারাপ কাজ করা হচ্ছে ?? ওইখানেতো খেলছে তারা। আমরা যদি একটু ভালভাবে খেয়াল করি ব্যাপারটা -তাহলেই বুঝতে পারব।

পশ্চিম বিশ্বে যে ফুটবল লিগ গুলো সারাবছর চলতেসে ,নানা দেশের খেলোয়াড়রা খেলতেসে -ওখানেতো কোন সমস্যা হচ্ছে না। তারা বরং খেলে তাদের খেলার মান বারাচ্ছে । তাছাড়া আন্তরজাতিক খেলাতো সারা বছর থাকে না, খেলোয়াড়রা বাইরে খেলে তাদের খেলার মান বাড়াতে পারছে । সাথে সাথে টাকা পয়সাও আয় করতে পারছে। তাদেরতো কোন প্রকার ক্ষতি হচ্ছে না।

আমরা যদি এভাবে আই সি এল-এর কথাটা চিন্তা করি তাহলে দোষ কোথায়???? আর আইসিএলতো বলেনি তোমরা দেশের খেলা বাদ দিয়ে খেল। তারা তো বলেছেই আন্তজাতিক খেলাগুলো খেলেই আই সি এল-এ খেলতে। আর ও কিছু কথা আছে- একটা দেশের জাতীয়দলে খেলার সুযোগ পায় ১১ জন। ডাক পায় বেশী হলে ২০/২৫ জন। অথচ একটি দেশে খেলে কিন্তু অনেকে।

অনেকেই ভাল মাপের খেলে। এরা যাবে কোথায়???? আই সি এল কিন্তু তাদের জন্য ভাল একটা জায়গা যেখানে তারা তাদের সামর্থ্য দেখাতে পারবে। কিন্তু আমরা তাদেরকে একের পর এক অপবাদ দিয়েই চলেছি। তাদের কে দেশদ্রোহী বলছি , গালি দিতেসি। বোর্ড তাদেরকে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

কিন্তু তারা কি খুব কোন খারাপ কাজ করেছে???? রাজ্জাক যখন দেশ ছেড়ে আইপিএল এ গেল তখন কেন তাকে কোন শাস্তি দেওয়া হয়নি? আইসিএল-এ যাওয়া আর আইপিএল-এ তো সমান কথাই। এখান থেকে কি আমরা বুঝতে পারি না যে এখানে কোনো নিখূত কারচুপি আছে। এটি আসলে পুরোটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কারসাজি। কেননা আইপিএল তাদের নিজেদের আয়োজিত টুর্নামেন্ট। আইসিএল- যদি বেশী সাড়া পায় তাহলে আইপিএল অর্থনীতিক ভাবে ক্ষতি গ্রস্থ হবে।

আমি কিন্তু আইপিএল-এর বিপখখে না, আমি দুটোরই পখখে। কেননা , এসব টুর্নামেন্ট-এ বিভিন্ন দেশের খেলোয়াড়রা খেলছে, আমাদের দেশের খেলোয়াড়রা যদি তাদের সাথে খেলে তাদের প্র্যাকটিস এর সাথে সাথে তাদের খেলার মান বাড়বে। পেশাদারী মনোভাব আসবে। বেশী গতির বল খেলা শিখবে। বিভিন্ন খেলোয়াড় থেকে টিপস পাবে।

এতে আমাদের দেশেরই লাভ আছে। এই যে যারা গেল আইসিএল-এ আফতাব,শাহরীয়ার, অলোক, ধীমান, নাজিমউদ্দিন তারা তো খেলতেই গিয়েছে , তারাতো খুন করতে যায়নি। তাদের কে বহিষ্কার করা হল। অথচ আফতাব, অলোক, শাহরীয়ার বিশেষ করে এই তিন জনের অভাব কেঊ পূরণ করতে পারবে না। তাই আমি বলতে চাই , এদেরকে ফিরিয়ে আনা হোক আচিরেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।