আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে মাতি

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

পেঁচা ডাকলে কি অমঙ্গল হয় সত্যিই কি তাই বিশ্বাস করিনা ছাই! কাক ডাকলে বিপদ আসে কি যে বলোনা আজে বাঝে! ইষ্টিকুটুম ডাকলে কুটুম আছে বাড়ীতে শুনতে ভালোই লাগে! ভুত পেতের ভয় মনে কি হয় আজগুবি যতোসব দেখেছো কি আগে! রাগে শুনে গা জ্বলে লোকে বলে বলুক লোকে তাতে কি দেও দানব আরে না সবই মানবের কারবার এ সবে কান দেওয়া কি দরকার! তবে আর কি বলি হুজুগে বাঙালি এইটা একটা দামি কথা অন্যের বিষয়ে নাক গলানো অন্যের কাঁধে ছড়ি ঘুরানো জব্বর পারি! বুঝলেনা... নিজের বেলায় ষোল আনা অন্যের বেলায় এক আনা ও না হা হা হা হা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।