আমাদের কথা খুঁজে নিন

   

আর কত আর্তনাদ শুনব? ভোলায় কি হচ্ছে এসব?

দল কানাদের ঘৃণা করি

ভোলার পুলিশ সুপার বলছেনঃ আমরা কিছুই জানি না, মামলা হয় নি। ভিক্টিম বলছেনঃ মামলা নেয়া হয় না, পুলিশকে আগে থেকেই ম্যানেজ করা হয়। শুধু হত্যা, ভাংচুর বা বাড়িঘর জ্বালিয়ে দেয়াই নয়। একটি চর দখলে রাখতে একদল প্রতিপক্ষ সমর্থক নারীদের ধর্ষন করেই যাচ্ছে! এমন ভয়াবহ অভিযোগ, বাংলাদেশের ভোলা সদর উপজেলার ২ নম্বর ইলিশা ইউনিয়নে অবস্থিত চর আনন্দকে ঘিরে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তাদের সামনে নিয়মিত ধর্ষিত হচ্ছেন সেখানকার নারীরা। গত ২ বছরে ধর্ষনের সংখ্যা ১০০ থেকে ১৫০! নরপিচাশ ধর্ষকদের কাছে থেকে কিশোরী, যুবতী, বৃদ্ধা.. এমনকি রেহাই পাচ্ছেনা ৩ মাসের অন্তস্বত্ত্বা নারীও! যথারীতি এ ব্যাপারে পুলিশ নাকি কিছুই জানেনা। সভ্যতা থমকে যাওয়ার মত পৈচাশিক ঘটনাগুলোর ব্যাপারে বিস্তারিত দেখুন ইটিভির সৌজন্যে এই ভিডিও রিপোর্টটিতে। ধর্ষিতার পিতার আহাজারি দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি, আমরা কি এতটাই অসহায়? আর কত আর্তনাদ শুনব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।