আমাদের কথা খুঁজে নিন

   

লাওৎ-সে ও নারীবাদ:Her gateway is the root of heaven and Earth!

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

এই নারীর সমগ্র জীবনটি যদি দেখা যেত-তা হলে আমরা দেখতাম উপত্যকার এক গাঁয়ে কী এক মহৎ শক্তিতে এ নারী আগলের রেখেছেন দরিদ্র ঘর সংসার, অপুষ্ট ছেলেমেয়ে, আর একপাল নাতি নাতনি। এমন কী পাহাড়ি গাঁয়ের পশুপাখিও তার অপরিসীম দয়ামায়া থেকে বঞ্চিত হয়নি কখনও। নারীর এমন গভীর অবদান কখনও সেভাবে চোখে পড়ে না।

সে কারণেই কি লাওৎ-সে বলেছে-It is like a veil barely seen. নারীবাদী কোনও সৃষ্টিতত্ত্ব রয়েছে কি-যেখানে পুরুষের চেয়ে নারীরা ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে? আমি জানিনা। তবে লাওৎ-সে একটা কবিতায় সেরকম কথা পাই যেন। তাও তে চিং বইয়ে ৬ নং কাব্যে লাওৎ-সে বলেছেন- The valley spirit never dies; It is the woman, primal mother. Her gateway is the root of heaven and Earth. It is like a veil barely seen. Use it; it will never fail. উপত্যকার আত্মা কি? আদিমাতা নারী। কেননা, সে কৃষিকাজ আবিস্কার করেছে বলে? তাই,Her gateway is the root of heaven and Earth. এটিই ভয়ানক গ শিউরোনো কথা। কিন্তু, It is like a veil barely seen. -এই কথার কি মানে? নারীর অবদান আমাদের চোখে পড়ে না।

তাই কি? আর, Use it; it will never fail. কাকে ব্যবহার করার কথা বলছেন লাওৎ-সে? ৩ হাজার বছরের ব্যর্থ শাসনের পর পুরুষগুলোকে সব খোঁয়ারে ঢুকিয়ে নারীকে বিশ্বের একচ্ছত্র রাষ্ট্রক্ষমতায় বসাতে বলছেন কি? এটিও এক ভয়ানক গ শিউরোনো কথা। নারীর জীবন যে এমন সাজানো সুন্দর নয়- তা আমরা জানি। এ অপরুপ রুপই হঠাৎ হঠাৎ ঝলসে যায় অ্যাসিডে। হয় ধর্ষিত। রক্তে হয় রঞ্জিত।

অথচ, পরম পূজনীয় লাওৎ-সে আজ থেকে আড়াই হাজার বলেছেন-Her gateway is the root of heaven and Earth. আমরা কি এই মহৎ উক্তিটি আজও উপেক্ষা করব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.