আমাদের কথা খুঁজে নিন

   

১০ ডিসেম্বর ২০০৮ মানবাধিকার ‍এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমর্থনে সারাবিশ্বজুড়ে প্রদর্শন কর্মসূচী



১০ ডিসেম্বর মানবাধিকার দিবস৷এছাড়াও ২০০৮ সালে, এটি মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ৬০তম বার্ষিকীকে চিহ্নিত করে৷ এই ঘোষণাটি মানবাধিকার আন্দোলনের একেবারে কেন্দ্রবিন্দুতে মূলনীতিগুলো নির্ধারণ করে৷ এটি মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব করেছে, আন্তর্জাতিক মানবাধিকারের মানদন্ড, আইন ও প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করেছে যা সারাবিশ্বজুড়ে অনেক মানুষের জীবনকে উন্নত করেছে৷ এবং এটি এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাকে উদ্বুদ্ধ করেছে, সারাবিশ্বজুড়ে যার এখন দুই মিলিয়নেরও বেশি সমর্থক রয়েছে৷ এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য হচ্ছে প্রত্যেক ব্যক্তি মানবাধিকার, যা ৬০ বছর আগে রচিত মানবাধিকারের সর্বজনীন ঘোষণায়, এবং সেই সময় থেকে বিকশিত অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকারের মানদন্ড ও ঘোষণায় বিবৃত সবগুলো মানবাধিকার ভোগ করতে পারে৷ প্রত্যেক মানুষের অধিকার রয়েছে৷ এটিই আমাদের মানবতার মূল কথা৷ এটি আমাদের প্রত্যেকের কাছে, শুধুমাত্র আমাদের নিজেদের অধিকারের জন্য নয় বরং সেইসাথে অন্যদের অধিকারের জন্যও সোচ্চার হওয়ার দায়িত্ব অর্পণ করে - এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণার লক্ষ্যকে বাস্তবতায় পরিণত করতেও সাহায্য করার জন্য দায়িত্ব অর্পণ করে৷ এটিই হচ্ছে আন্তর্জাতিক সংহতির প্রেরণা৷ এটিই হচ্ছে সর্বজনীন, অবিচ্ছেদ্য মানবাধিকারের সত্যিকার অর্থ৷ প্রজ্বালন কর্মসূচী অনুষ্ঠানের জন্য সহায়িকা পুস্তিকা ব্যবস্থা গ্রহণের জন্য বৈশ্বিক আহ্বানঃ এই উল্লেখযোগ্য বার্ষিকীতে, মানবাধিকার ও এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমর্থনে একটি বৈশ্বিক সমাবেশে যোগ দিন৷ একটি গণ প্রদর্শনীর অংশ হিসেবে এ্যামনেস্টির মোমবাতি ও আলোক শিখার আকৃতি তৈরির জন্য সারা বিশ্বজুড়ে শত শত স্থানে সবাইকে একত্রিত হওয়ার জন্য আমরা আহ্বান জানচ্ছি৷ মানবাধিকার দিবসে, মানবাধিকারের জন্য সোচ্চার হোন এবং সারা বিশ্বের মানুষের সাথে আপনার সংহতি প্রদর্শন করুন যারা সবার জন্য মানবাধিকারকে একটি বাস্তবতায় পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ // প্রজ্বালন কর্মসূচী // ব্যবস্থা গ্রহণের আহ্বান // কর্মসূচির আগে কর্মসূচির জন্য স্থান নির্বাচন করুন৷ কর্মসূচির দিন দুপুর ২.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত স্থানটি ব্যবহারের জন্য অনুমতি গ্রহণ করুন৷ গোধূলির সময় তোলা ছবিগুলো দেখতে সবচেয়ে ভালো হয়, তাই আপনার কর্মসূচিটি এমনভাবে পরিকল্পনা করুন যাতে এই সময়ে ছবিগুলো তোলা যায়৷ অনলাইনে প্রকাশ করুন৷ ই-মেইলে প্রকাশ করুন৷ পোস্টার, লিফলেট, ফোনকল ও বন্ধুদের মাধ্যমে প্রকাশ করুন৷ সাধারণ প্রেস বিজ্ঞপ্তি অভিযোজন করুন এবং প্রকাশ করুন (ডিসেম্বরের ১ তারিখে আন্তর্জাতিক সচিবালয় (আইএস) সরবরাহ করবে) // প্রজ্বালন কর্মসূচী // ব্যবস্থা গ্রহণের আহ্বান // কর্মসূচির দিন আপনার প্রয়োজন হবে - জায়গা, অংশগ্রহণকারী, উঁচু জায়গায় ক্যামেরা স্থাপনের জন্য মঞ্চ, বিল্ডিং, ভারা, বা সিঁড়ি৷ কী কী জিনিস নিতে হবেঃ টেপ, বড় চক, টেমপ্লেট, মাপার গজ, ১৮ ইঞ্চি আতশবাজি, মেগাফোন, ওয়াকি টকি, লাঠি, ক্যামেরা ও ম্যাচ৷ ১ম ধাপ - ক্যামেরার উচ্চতা ঠিক করুন ২য় ধাপ - অংশগ্রহণকারীর সংখ্যা নিশ্চিত করুন ৩য় ধাপ - উচ্চতা, জায়গা ও অংশগ্রহণকারীর সংখ্যার উপর ভিত্তি করে আপনাদের জন্য সবচেয়ে মানানসই টেমপ্লেট নির্বাচন করুন ৪র্থ ধাপ - আপনার জায়গার উপর ছবিটি আঁকার জন্য টেমপ্লেটে বর্ণিত নির্দেশনা অনুসরণ করুন৷ ঘাস বা নরম পৃষ্ঠের জন্য লাঠি ও টেপ ব্যবহার করুন৷ অ্যাসফল্ট, কনক্রিট বা কঠিন পৃষ্ঠের জন্য চক ব্যবহার করুন৷ ৫ম ধাপ - ক্যামেরার মধ্য দিয়ে টেমপ্লেটটি দেখুন এবং মানানসই করে নিন৷ ৬ষ্ঠ ধাপ - আতশবাজিগুলো বিতরণ করুন এবং অংশগ্রহণকারীদেরকে টেমপ্লেটের উপর অবস্থান নিতে বলুন৷ ৭ম ধাপ - ক্যামেরাকে এর সবচেয়ে বড় ও সবচেয়ে নিখুঁত ছবি তোলার সেটিংসে স্থাপন করুন৷ ক্যামেরায় দেখে নিন যে ছবিটি এ্যামনেস্টির প্রতীককে ভালোভাবে ফুটিয়ে তোলে কিনা৷ ৮ম ধাপ - ভিডিও ক্যামেরা চালু করুন (যদি আপনার থাকে) এবং ছবি তোলার জন্য প্রস্তুত হোন৷ আতশবাজিগুলোতে অগ্নি-সংযোগ ও প্রজ্জ্বলিত করার জন্য কাউন্টডাউন করুন৷ মুহুর্তটি রেকর্ড করে রাখুন!! প্রয়োজনবোধে নতুন আতশবাজি দিয়ে পুনরায় পুনরাবৃত্তি করুন৷ পুরো পক্রিয়াটি নিখুঁত ভাবে বুঝতে পিডিএফ ফাইলটির জন্য মেইল করুন ‍এখানে // প্রজ্বালন কর্মসূচী // ব্যবস্থা গ্রহণের আহ্বান // কর্মসূচির পর আপনার সবচেয়ে সুন্দর ছবিগুলো বাছাই করুন (সর্বোচ্চ ১০টি)৷ আপনার ছবিগুলো ঠিকানায় ই-মেইল করুন (প্রতি ই-মেইলে ১টি ছবি, অনুগ্রহ করে ছবিগুলোর আকৃতি পরিবর্তন করবেন না, অর্থাৎ রিসাইজ করবেন না)৷ অনুগ্রহ করে ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখুনঃ tags: "Fire Up" অনুগ্রহ করে ই-মেইলে ছবির জন্য একটি শিরোনাম লিখবেন এই ফরম্যাটেঃ Fire UP_[Town/City]_[Country]_[Date] ছবিগুলো অনলাইনে ছাড়া হবে - ওয়েবসাইটের ঠিকানা পরে জানানো হবে৷ ছবিগুলো Amnesty.org-এ দেখুন - ওয়েবসাইটের ঠিকানা পরে জানানো হবে৷ যে কোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে ঠিকানায় ই-মেইল করুন৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।