আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম পাতার শ্রেষ্ঠ পাগল



একজন ভাল মানুষের মাঝেও যে এরকম ভাল কাহিনী লুকিয়ে থাকে তা আমার অজানা ছিল। মানুষ এত ভাল হয় কিন্তু তবুও তার দোষ থাকে। যা সে কখনও বুঝতে পারেনা। জ্ঞান বুদ্ধিমত্তায় সে সবার থেকে উপরে কিন্তু কিছু সময় ভাল কোথায় রেগে যায়। পরে যদি তাকে আমরা বলি দাদা তুমি আমাদের কথায় রাগ কি কারণে।

তুমি যদি যখন রাগ তখন আমার না খুব কষ্ট হয় ব্যাথায় বুকটা জালা পোড়া করে। চোখ ফেটে কান্না বেরই আর মনে হয় তোমার সাথে আমি আর কথায় বলব না। আবার যখন তোমার কথা ওই খারাপ কথা গুলো ভুলো যায়। তখন আবার কথা বলতে শুরু করি। হঠাৎ আমি একদিন দাদাকে নির্জনে পেলাম তখন দাদাকে জিজ্ঞাসা করলাম।

দাদা তোমার কথা আমাকে এত যন্ত্রনা দেয়। তবে কেন মাঝে মাঝে পাগলামী কর? আচ্ছা তুমি কি পারনা ভুলকে ক্ষমা করতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।