আমাদের কথা খুঁজে নিন

   

এটা অপ্রাসংগিক যে আমরা জাম্বুরার জন্য জীবন দেই ।

বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...

লাভ নাই, লাভ নাই - আমরা প্রত্যেকেই শোষণ ধারন করি, শোষণ জন্ম দিয়ে যাই । চলতি পথে আমাদের গায়ে মাখা ধূলি ওড়ানো লেক্সাস আমাদের টানে, যখন পাশে বসে থাকে পূজিবাদের বাইপ্রোডাক্ট আফ্রোদিতি, নষ্ট শুয়োর বাপের মহাপূজির উদ্যোগে এইসব লেক্সাসের অন্ধকারে শুয়োরের বাচ্চারা যখন এইসব আফ্রোদিতিদের মাংস নিয়ে খেলে, তখন আমাদের ভালো লাগে । ফ্রষ্টেড গ্লাসের লাক্সারি ঢেকে দেয় জীবনের সমস্ত নোংরা, আমাদের সমস্ত অনাদায়ী ঋণ । সেই ফ্রষ্টেড গ্লাস আমাদের ভালো লাগে । আমরা জাম্বুরার জন্য জীবন দেই । আমরা আবার জাম্বুরার জন্য জীবন দিতে জন্মাই । গরীব মরছে, মরুক । আমরা প্রত্যেকেই জানি সব কিছুই নষ্ট দের অধিকারে যাবে , তবুও এইসব মলিন জীর্ণতা নিয়ে নাকি কান্না করি, একধরনের বুর্জোয়া বিলাস - এসব ও ভালো লাগে .... মানুষ জন্ম সূত্রেই ভোগবাদী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।