আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোটবেলা-০১

এই পথ যদি না শেষ হয় . . .

আমরা দুই ভাই। আমিই বড়। ছোটবেলা দুজন মিলে খুব খেলাধূলা করতাম। ছোটরা যেসব খেলা সবচেয়ে বেশি খেলে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে যে খেলাটি তা হল পলানটুক (আমাদের অঞ্চলে একে পলানটুক বলে , অন্য অঞ্চলে এর নাম আলাদা হতে পারে)। এখেলায় একজন ১ থেকে ১০০ পর্যন্ত চোখ বন্ধ করে গুনে তার পর যারা যারা পলায় তাদেরকে খুজে খুজে একটিপ,দুইটিপ এভাবে দেয়।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন খেলাটি কি। এখন মুল গল্পে আসি। আমি আর আমার ছোট ভাই আমাদের বাড়ির মধ্যে পলানটুক খেলতাম। তো যখন আমার খুজার পালা আসত তখন আমি ১-১০০ পর্যন্ত গুনে ছোট ভাইকে খোজা বাদ দিয়ে অন্য একটি কাজ করতাম । আর তা হল গল্পবলা।

সব গল্পগুলো একই ছিল। আর তা হল: " একদিন এক কেচো মাটির উপরে আসলো। তারপর তো সে দেখলো যে ওরে বাবা কত আলো রে। আমি তো কোনদিন এতো আলো দেখিই নাই। এখন কি করি ।

সানগ্লাস কোই পাই। ......" ইত্যাদি ইত্যাদি। আর সাথে জোরে জোরে হাসতাম। আর যায় কোথায়। ছোট ভাইও হাসা শুরু করে দিত।

যেখানেই পলায়ে থাকুক না কেন, আমি তাকে অতি সহজেই খুজে বের করতাম। ও না না করত। কিন্তু আমি বলতাম তুই আমার সময় গল্প বলিস আমি কিছুই বলবো না। আর কি করা । অবশেষে মেনে নিত।

আমাদের ছোটবেলা আসলেই রঙ্গিন। মাঝে মাঝে মনে হয়, ইস্ যদি সেই দিনগুলো ফিরে পেতাম। --ব্লগ বাংলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।