আমাদের কথা খুঁজে নিন

   

নীল জোছনায় এবং অসমাপ্ত কবিতা



নীল জোছনায় এবং কালবিলম্ব না করে আমি খুজিঁ পথরুদ্ধ সভা এবং ভগ্নাংশের ত্রুটি এড়িয়ে - প্রচ্ছন্নতা নিঝর্র অবয়বে দুপুর দূরত্ব চষে ফেলি রাতের অন্ধকার আলোর আলেয়ায় নীল জোছনা ও জলের খেলায় ক্রমশ অনুবদ্ধ হয় হয় হয় এবং হয়তবা ; কালবিলম্ব না করে আমি খুজিঁ এক মুঠো শিশির বৃষ্টি শীতের কুয়াশায় জমাট পুকুর ছুঁয়ে ছুঁয়ে ঘেমে যাওয়া পিঠের কেশরে তাহার লবনাক্ত ছাপ বয়ে যায় শ্মশান নিস্তব্ধতায় অমিলন উষ্ণতা দূর হতে থাকে ঘনত্বের সবকটি আলো-ছায়া ; তাহার লাগি তার লাগি অসমাপ্ত কবিতা একটি লেবু গাছ অনায়াসে বদলায় সবুজ চা পাতা এবং বন্ধ দরজার সামনে পুরোনো কপাট এই দুটির কথা ভাবতেই পার করে দিলাম গত বসন্ত ; আর এখন কালো কালো মেঘের আনাগোনায় ভীত একটি ইউক্লিডিয় জ্যামিতির কথা ভাবছি তুমি - ও বাতাসে দোদূল্যমান অনেকগুলো আটপৌরে কবিতা একসাথে কিংবা বিভাজ্য লেবুর দু'ফোঁটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।