আমাদের কথা খুঁজে নিন

   

সোমা,তুলি,কাকঁন,সন্জীব বাকী রইলাম আমি... (ছন্নছাড়ার পেন্সিল'কে দিলাম)

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

সময় যেনো কাটেনা, বড়ো একা একা লাগে স্যার আসার নাম নাই বড়ো বিরক্ত লাগে আজো মাধুরী(আশা) আসেনি, তাইতো পোলাপান ও আসেনি বাকী আরো একটা ক্লাস, এরপর দশ নম্বর বাস। পরের ক্লাসটা হবে না, তবু পোলাপান ক্লাস থেকে যায় না সব মিলিয়ে ক্লাসে সোমা, তুলি, কাকঁন কারা পাবে এদের মন! আস্তে আস্তে কমলো ভীড় বাকী রইলাম আমি আর সন্জীব। সন্জীব ভালোবাসে সোমাকে, সোমা ভালোবাসে তার কাজিনকে আজ সোমা নীল জামা পরে এসেছে, তাইতো সন্জীব বেশ লাফাচ্ছে সোমা মনে হয় একাউন্টিং বুঝতেছে, কাকঁন তারে বুজাইতেছে আজো সন্জীব সোমার পেছনে সীটে বইছে, বরাবরি সোমা তারে ইগনর করছে। তুলি ব্যস্ত ফোনে, কখনো বয়ফ্রেন্ড কখনো তার মামা তুলির স্বভাব বুঝি না, মাঝে মাঝে তারে আমার ভালো লাগে না পাশের ক্লাসের পোলাপান উকি ঝুকি মারে, মাঝে মাঝে মজিদ(চা ওয়ালা) আসে। তুলি আজ কানে বড়ো দুল পরছে, আজ একটু হইলেও তারে সুন্দর লাগতাছে। কাঁকন সোমা ব্যস্ত আছে, ওদিকে আমার খিদে লাগছে কাকঁন ওনেক ব্রিলিয়েন্ট তাইতো তার বিয়ে হবে ইংল্যান্ডে আজ কাকঁন সাদা জামা পরছে, তারে পরীর মতো লাগছে কাকঁন মাঝে মাঝে আমার দিকে চায়, মনে হয় সে আমার ভালা ফায়। সন্জীব কেমন জানি আঠা, তার নাম দিছি পাঠা পড়ালেখা পারে না, সে ট্রাই ও করে না সারাদিন সোমারে লইয়া ভাবে, মাঝে মাঝে সিগারেট টানে এখনো সোমার পিছনের সীটে আছে, মনে মনে ভাবতাছে....। বাকী রইলাম আমি....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।