আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আসলেই মনোরম স্বর্ণলতা

# শাফিক আফতাব # আমরা প্রতিদিন অভিনয়ে ভেতর দিয়ে এগুই ; সাদা চোখে মায়াবী মায়ার জাল ফেলে নিপুণ জেলের মতোন শিকার করি করুণার মাছ, আমরা সুপ্তবৃত্তি বিকাশের কথা বলে শেখাই পাশবিকতার সূত্রাবলি, আমরা ধর্মদর্শন আর পারলৌকিক শান্তির কথা বলে বাগিয়ে নিই অর্থবিত্ত, আমরা দেশ আর দশের কথা বলে ভালোমানুষ হয়ে রঙ্গমঞ্চে দেই প্রধান অতিথির ভাষণ, মূলত মিথ্যের মুখোশ পড়ে ধোঁকার কঙ্কাল হয়ে দাড়িয়ে থাকি, অস্থিবিদ্যার ছাত্রের সামনে শিক্ষার উপকরণ হই, আমরা মূলত পরজীবি উদ্ভিদের মতোন অঙ্কুরিত হই : অপরের দেহের নিযার্সে মধ্যবিত্তরা পরিপুষ্ট হই। আমাদের নির্দিষ্ট কোনো দর্শন নেই সাহেবদের তোষামোদী আর নিম্নবিত্তকে শোষণ করা ছাড়া আমাতের স্বকীয়তা বলে কিছু নেই অথচ আমরা সভ্যতায় সংস্কৃতিতে প্রভূত অবদান রাখছি আমরা আসলেই মনোরম স্বর্ণলতা। ৬.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।