আমাদের কথা খুঁজে নিন

   

রাতের মায়া

রাতের মায়া রাত গভীর হলেই, প্রাণ জাগে জোছনায়। প্রেয়সীর চাওয়া-পাওয়াও জাগে, রাত গভীরতায়। রাত গভীর হলেই, ভাল লাগে কুয়াশায় স্নান। ভাল লাগে কবি গুরুর গান। খোলা জানালায় মলয়ের সাথে হাসনাহেনার ঘ্রাণ। রাত গভীর হলেই, স্নায়ুক্লান্ত কাঁধে প্রিয় মানুষের র্স্পশ আলীঙ্গন করে ভালবাসায়। এলোমেলো সময়টাকে রাঙ্গিয়ে, স্নিগ্ধতায় করে মোহময়। রাত গভীর হলেই, হারানো প্রায় স্বপ্নগুলো অবয়ব ফিরে পায়। অদ্ভুত কোন রাতের মায়ায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।