আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রি কালচার নিয়ে ভাবনা...(রম্য পোস্ট)



চারদিকে চলছে ফ্রি এর স্বর্গরাজ্য। যেমন-একটা কিনলে দুইটা,দুইটা কিনলে একটা ফ্রি। ফ্রি নিয়ে সমাজের কে কি ভাবছে... রাজনীতিবিদ: ফ্রি পাওয়া আপনাদের গনতান্ত্রিক অধিকার। বেকার: ফ্রি পাওয়ার সুযোগ যেন চিরজীবন না ফুরায়। ছাত্র: ফ্রি জিনিসটাই খারাপ,সারারাত ফ্রি টকটাইমের নেশায় মত্ত থাকায় পাশ নিয়ে টানাটানি।

বুদ্ধিজীবির ভাবনা: ফ্রি জিনিসটা আমাদের চরিত্র হনন করছে। পাগলের ভাবনা: ফ্রি নিয়া সবাই পাগলামি করতাছে। ভোক্তার ভাবনা: কবে যে কোন জিনিসপাত্তি না কিনাই ফ্রি পামু। ব্যবসায়ীর ভাবনা:ফ্রি বইল্লা বইল্লা ভেজাল মালগুলা স্টক থাইকা খালাস করতাছি। কবির ভাবনা: ফ্রি বিনা এই ধরায় বেচে থাকা দায়।

বেকুবের ভাবনা: ফ্রি আর্সেনিক ও কোলেস্টেরল কেউ মেরে দিচ্ছে কিনা সে ভাবনায় বিভোর। আমার ভাবনা: ভবিষ্যতে ফ্রি জেনারেল স্টোর নামক একটা দোকান খুলব। ব্লগারদের ভাবনা...?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.