আমাদের কথা খুঁজে নিন

   

বয়স আমার বেড়েই চলে

আল বিদা

বয়স আমার বেড়েই চলছে। একটু ভাল করে থাকার জন্য কত কি করে দিন পার করি। সপ্তাহ শেষে যখন ছুটির দিন আসে তখন খেয়াল হয় আবার পরদিনই অফিস। অবিরাম ছুটে চলার মধ্যে কখনও একটু থমকে দাড়াই। শৈশবের ডাকে চমকে তাকাই।

কখনও এমন কিছু দেখি যা দেখে মনে পড়ে যায় আমার শৈশবে আমি কি করতাম। আমি এ বয়স পর্যন্ত চন্দ্রঘোনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় কাটিয়ে দিলাম। আর কি আশ্চর্য প্রতি জায়গায় আমি একই সময় ধরে ছিলাম! ইদানিং বয়স অনেক বেড়েছে। দেহ-মনে বয়সের ছাপ পড়ছে। আমি যখন বসে থাকি তখন আমার কলিগরা আমার মাথার অগনিত পাকা চুলের খবর দেয়।

একটা সময় ভাবতাম আমি হয়ত চিরকাল এমনিই থাকব। বৃদ্ধ হবনা! চলমান এ বয়সের দৌড়ে হঠাত দেখা হয় একবারে শৈশবের বন্ধুদের। এদের সাথেই শুরু করেছিলাম স্কুল। এই বয়সে গেলাম পুরান বন্ধুদের সাথে দেখা করতে। তাদের দেখে চমকে উঠলাম।

কি তরুন আর সবুজ তারা। অথচ এক সাথেই তো ছিলাম আমরা। তারা কেবল নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বেরোল। চাকরী পাবার জন্য হন্যে হয়ে ঘুরছে। আর আমার কতগুলো বছর চলে গেল চাকরীর।

কেউ কেউ প্রিয়জনকে কিভাবে বিয়ে করা যায় তা ভাবছে। আর আমি বিয়ে করে পুরোন হয়ে গেলাম। তারা তাদের প্রিয়াকে নিয়ে কত কত কবিতা লিখে যায়। আর আমার!! আমি থমকে দাড়াই। নতুন করে ফিরে তাকাই আবার চারদিকে।

তবে কি বয়স বেশী বাড়ে নি? এখনও কি বসন্ত আসবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।