আমাদের কথা খুঁজে নিন

   

পল ম্যাথিয়াস ও চকচকে গোল জিনিষটা!! (অনু গল্প)



আচ্ছা,বলুন তো -পল ম্যাথিয়াসের সাথে 'চকচকে গোল জিনিষটা'র কোথায় মিল আছে? আপনি হয়তো চট করে বলে দিলেন,- 'আরে ঐটা ওর টাক মাথা ছাড়া আবার কি?! ' উঁহু! ভুল!! কারণ পলের একমাথা কাল ঘন চুল! একদম পাখির বাসার মতো অগোছালো! শেষ কবে চুরুনীর আঁচড় পরেছে নিজেই জানে না! আসলে সত্যি বলতে কি, পলের সব কিছুই খুব অগোছালো। ও নিজেই ওরকম। তাছাড়া লোকজনও খুব একটা কেউ গা করেনা ওর ব্যাপারে। পলকে জানাটা লোকেদের জন্য খুব একটা সুখকর কোন অভিজ্ঞতা না! তাহলে, কি সেটা?! তার চশমা হতে পারে না। কারণ সেটা গোল তো না ই, চকচকও করে না! বরং মোটা, ভারী, ঘষা কাঁচগুলি একটা ময়লাটে কালো ফ্রেমটাকে কোনমতে আঁকড়ে ধরে আছে! দেখলে আত্মভোলা এক প্রফেসরের কথা মনে পড়িয়ে দেয়! তাই বলে পলকে তেমন কেউ ভাবলে ভুল করা হবে! পলের কোন যোগ্যতাই নেই, প্রফেসর তো অনেক পরের কথা! যাই হোক, এভাবে একটার পর একটা অনুমান করে যেতে থাকলে, পাতার পর পাতা - পলের নানার দিকের অনেক কিছুর বর্ণনা দিয়ে ফেলা যাবে, যেগুলির সাথে ঐ 'চকচকে গোল জিনিষটার' কোন সম্পর্ক নাই! একসময় আপনি বিরক্ত হয়ে ভাবতে শুরু করবেন!- 'কোন দুঃখে এই গল্পটা পড়া শুরু করেছিলাম!!' যেটা আমি মোটেই চাইনা। তাই নিজের স্বার্থেই এই ধাঁধাঁটা এক জবাবেই খতম করে দিতে চাই! আসলে আমাদের চেনা পল এর সাথে কোন 'গোলাকার চকচকে কিছু'র কোথাও কোন মিল নেই!! এখানেই আমার গল্প শেষ! কি ? ফানি না? (নীতিকথাঃ সব প্রশ্নকে গুরুত্বপূর্ন ভাবার কিছু নেই!!) (এনামুল আজিম রানা'র মূল গল্প থেকে অনুবাদ) What was the similarity between a circular shining object and Paul Mathews? You readily retort that it must be his bald head, and you are wrong. For Paul’s head was full of black hair, looking like a bird’s nest due to it’s long time of neglect, and it was not only Paul’s hair that was neglected , to be precise, everything about Paul was neglected by himself and also by the others, that were unfortunate enough to be get acquainted with Paul. Then what was it? Not surely his spectacles, for nor they were round, neither they were shiny, rather with scratched frame that contained those many scratched glasses, thick and heavy which incidentally sometimes recalled one of a forget minded professor, however one was always wrong if he assumed Paul to be like that, for whatever Paul was, he was not a man of anything to be spoken of, let alone being his a professor! Then what was it? Now I could go on like this forever, or if not forever, then for a long time wasting many pages for describing different features of Paul that had nothing to do with circular shiny object. Thus making you wish, you never had started reading this storey, which I did not want to do, for reason of my own, so let me solve the riddle for once and for all. Actually there was no similarity between our old dear Paul and any circular, shiny object, that’s ends this storey. Funny, was it not? (Moral: Never take all questions seriously)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।