আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি

ক খ গ ঘ ঙ

বাংলাদেশে শিক্ষিতের হার বেড়ে চলেছ। লিখাপড়া জানাটাকে যদি শিক্ষা বলা হয় তবে কথাটাকে সত্যি বলে মানতেই হবে। তবে শুধু লিখাপড়া জানাটাকে শিক্ষা বলে মানতে কেউই রাজি হবেন না। শিক্ষার লক্ষ্য কি, এ বিষয়ে আমাদের সবারই নিজস্য ধারনা আছে। এই লক্ষ্য সন্পর্কিত ধারনাই আমাদের শিক্ষিত হবার জন্য প্রেরনা জোগায়।

আমরা বছরের পর বছর চেষ্টা করি সেই লক্ষ্যে পৌছার জন্য। যারা শিক্ষা নীতি প্রনয়ন করেন তাদেরও একটা লক্ষ্য সম্পর্কে ধারনা আছে এবং তারা সেই লক্ষে পদ্ধতি প্রনয়ন করেন। যারা শিক্ষিত হচ্ছেন আর যারা সেই উদ্দেশ্যে নীতি প্রনয়ন করছেন, উদ্দেশ্য সম্পর্কে উভয়ের ধারনার মধ্যে সমন্নয় প্রয়োজন। যে উদ্দেশ্যে পথ চলা তাই যদি নির্ধারন করা না যায় তবে গন্তব্যে পৌছার ব্যপারে আশাবাদি হবার কোন কারন নেই। আমরা যারা লিখাপড়া শিখছি তাদের এ ব্যপারে একটা স্পষ্ট ধারনা আছে, যদিও তা অনেক ভাগে বিভক্ত।

যেমন: ১। ভালো একটা চাকরী করা। বাংলা মাধ্যমে যারা লেখাপড়া করেন তাদের বেশীরভাগই এই উদ্দশ্য মাথায় নিয়েই পড়ালিখা করেন। ২। ভালোমত ইংরেজী শিখা যেন বিদেশে গিয়ে মানিয়ে নেয়া সহজ হয়।

এই উদ্দেশ্য নিয়ে ইংরেজী মাধ্যমে পড়তে যান অনেকে। ৩। ধর্ম সকল সমস্যার সমাধান করতে পারে। সুতরাং ধর্ম শিখতে আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। যারা শিক্ষানীতি তৈরী করেন তাদের কাছে উদ্দেশ্য সম্পর্কে ধারনা অন্য রকম।

কি উদ্দেশ্য নিয়ে তারা শিক্ষানীতি তৈরী করছেন সে সম্পর্কে আর সবার মত আমার ধারনাও স্পষ্ট নয়। খুব সম্ভব আমাদের পরিপূর্ন কোন শিক্ষানীতিই নাই। সে যাই হোক, উপরে যে তিনটি উদ্দেশ্যের কথা বললাম - তা কখনই যে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয় এ কথা সবাই মানবেন। আমার মতে, ব্যক্তি এবং সমষ্টির জন্য ক্ষতিকর আচরন পরিহার করতে জানা এবং উন্নততর জীবন জাপনের উপযোগী আচরন এবং জ্ঞান আত্যস্থ করাই হওয়া উচিত শিক্ষার লক্ষ্য। সুতরাং শিক্ষার পদ্ধতি নির্ভর করছে জাতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যত লক্ষ্যের উপর।

অর্থাত অন্ধের মত ধার করা শিক্ষা পদ্ধতি কার্যকর হবে না। পদ্ধতিটাকে আমাদের মত উপযোগী করে নিতে হবে। সবার আগে প্রয়োজন ব্যক্তি এবং সমষ্টি স্বার্থের পরিপন্থি আচরন চিহ্নিত করা। এই ক্ষেত্রে সমাজ এবং মনবিজ্ঞানীদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সেই গবেষনার ফলাফলকে মানুষের কাছে পৌছে দিতে কাজ করতে হবে গনমাধ্যমকে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার মত সামাজিক শিক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। এভাবেই অর্জন করা সম্ভব আমাদের জাতিয় সাফল্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.