আমাদের কথা খুঁজে নিন

   

১ ফোটা রক্ত

অশান্ত ধমনী, দৃপ্ত হৃদস্পন্দন, আজন্ম দহন-- সব স্বপ্ন সমীপে!

১ ফোটা রক্ত, টগবগে লাল রক্ত- উদ্বেলিত যৌবন তরঙ্গে তুলেছিলো নৃত্য মুক্তির বাধার পথে- ছলাৎ ছলাৎ ঢেউ তোলা রক্ত, নিজস্ব ভাবনা আর স্বাধীনতার খাজনা ১ ফোটা রক্ত ! ১ ফোটা রক্ত ললনার নিতম্বে আন্দোলন তোলা- জরায়ূ গমন পথে সাঁতারের জল, বহু সাধনার ফলে জলিধর বুকে জাগা ১ খানি রাঙা উৎপল ! ১ ফোটা রক্ত রাঙা হরিণীর বুকের পাঁজর চেরা উন্মুখ হায়েনার নখের আঁচর- সাদা বকেদের ভীর থেকে- ডানা ঝাপটিয়ে ১ খানি হয়ে যায়- চির শান্ত, নিথর........!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।