আমাদের কথা খুঁজে নিন

   

স্থবিরতায় কিছু জানতে চাই...

ভয় পেওনা তুমি, আমার জন্মভূমি

যেখানে দ্বিতীয় কথার কোন প্রয়োজন নেই...সেখানে কিসের জন্যে আর বসে থাকা? কোন প্রাপ্তির আশায় বুকের স্বপ্ন মুঠি মুঠি করে ছড়িয়ে দেওয়া?কোন স্বর্গীয় করুন সংগীত ভারে মনের প্রতিটি অনুভূতিতে নাড়া দেওয়া? যেই জীবনে নুতন বলে কিছু নেই,সেই জীবনটিকে কেন পুরোন কিছু সৃতী এনে রেখাপাত করার অদম্য চেষ্টা? কেনো নাইলনের ওই টিয়ে রঙ্গা ফিতায় কোন এক কিশোরীর লাল ওড়নাটা আর ঝুলতে দেখবো? যখন সময় কাটবেই না বলে কথা দিলো...তবে কেন বার বার মোবাইলের টাইমিং এর ওই ডিজিটগুলো আমার চোখদু'টো কে টেনে হিচঁড়ে নিয়ে যায়?? যখন কেউই না থাকবে কথা শুনার তবে এতো কথা মনে জমে কেনো? কেনো জমা কথা শুনানোর কাউকে পাবো না? সবাই তো আছে,থেকেও কেন কেউ কথা শুনবে না? শুনেও কেন এমন ভাব করছে সবাই...যেন কিছুই তো হয় নি? কেন বুঝবে না --কি ব্যথা কি প্রাণে ...দিয়ে যায় কোনখানে? যখন সব বুঝেও সবাই বলবে " ও...তাহলে এই ব্যাপার?হুম..." তখন কেন চোখে জল আসবে এই ভেবে-...আবার ও ভুল বুঝলো সবাই ? আবার...ও???? যেখান থেকে অনেক দূরের কাশফুলের প্রতিটি স্বপ্ন ছোঁয়া যায় ...কবে সেই কাশবনে কেউ নিয়ে যাবে? কবে এমন কেউ সত্যি আসবে যে -কথা দিলাম -বলতে শুধু এইটাই বুঝাবে " কথা দিলাম "? কোন রাত এমন হবে যখন দু'চোখের পাতা "একুয়াস হিউমার" এ না ভিজে স্বপ্নে ভিজে জোড়া লাগবে? যখন আকাশের ওই পঞ্চমীর চাঁদ আমার চারপাশ থেকে অন্ধকার কেড়ে নিবে তখন কেউ যেন না বলে " আজকের আকাশে তো অনেক মেঘ...চাঁদ তো দেখি না " এমন সুন্দর একটা জীবন উপহার কেন পাই না যেখানে বাস্তবতার পাশাপাশি কিছু ভালোবাসা,অনুভূতি আর অস্তিত্তের সন্ধান ও পাওয়া যাবে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।