আমাদের কথা খুঁজে নিন

   

হে ঈশ্বর, এতো ভালো যে আর আমাদের সয় না...



যা হচ্ছে, ভালোই হচ্ছে। যা হবে, ভালোই হবে। বিধাতা যা করেন- ভালোর জন্যেই করেন। ডাঃ লিংকন, বয়স যার ৩০ ও হয়নি, সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছে। অবশ্যই ভালোর জন্যে! বিধাতা তো তার ভালোই করবেন!! লিংকনের ১০মাস বয়সের শিশু সন্তান `নীল' পিতৃহারা হয়ে অবহেলা আর অনাদরে বড় হবে, অবশ্যই ভালো হবে! বিধাতা যা করবেন, ভালোর জন্যেই তো করবেন!! শিশুকন্যা জনি'র মাকে রাতের আঁধারে নরপশুরা খুন করে ফেলে রেখে গেছে, নিশ্চয়ই ভালোর জন্যেই তা করেছে!! অবোধ শিশু জনি নিউমোনিয়াতে আক্রান্ত- সেটা তো আরো ভালো হয়েছে!! বিধাতা তো খারাপ কিছু করতেই পারেন না!! লিংকন কিংবা জনি-- সবারই ভালো হচ্ছে, বিধাতা যে সবার ভালোর দায়ভার একার কাঁধে নিয়ে সব ভালোই করে চলেছেন!!! একটা নিষ্ঠুরতার ঘা শুকোবার আগেই আরেকটা নিষ্ঠুরতা হা করে বসে থাকে, এ কেমন পৃথিবী!! জনির মাকে মেরে ফেলে অথবা লিংকনকে `মৃত্যুর পথে ঠেলে দিয়ে' বিধাতা কোন ভালোত্বের মহিমা দেখাতে চাইছেন? আমরা পৃথিবীর মানুষেরা আমাদের অর্থ, ভালোবাসা, মিনতি- সব, সবকিছু দিয়ে কি লিংকনকে ফেরাতে পারি না? গড়ে তুলতে পারি না জনির উজ্জ্বল ভবিষ্যত? হে ঈশ্বর, এতো ভালো যে আর আমাদের সয় না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।