আমাদের কথা খুঁজে নিন

   

সেই সকালের গল্প শোন.........।

নিজেকে হারিয়ে খুঁজি

সকাল ছিল অন্যরকম- ঝকমকানো রোদে মাখা - পাপড়ি লাজুক- আড় চোখেতে ঘড়ির পানে তাকিয়া থাকা! রূপোর কাঠি বদলে দিয়ে ভাঙায় না ঘুম- এখন কেউ আর মুঠোফোনে সুর তুলে মেয়ে- জাগিয়ে তোলে তার সে কুমার। ভালবাসার সুখগুলি সব- শব্দ হয়ে ভেসে আসে, ভোরের হাওয়ায় মেয়েটি হাঁটে- মনটা রেখে তারই পাশে। জল ঘিরেছে গাছপাখালী- পুকুর পাড়ে ছায়ার ভীড়, হাটতে আসা লোকগুলো দেয়- প্রশ্নবাণের তীক্ষ্ণ তীর। শান বাঁধানো আসন টিতে - বসে আঁকা স্বপ্ন ছবি, কথামালার শব্দসুরে- লিখছে যেন সে কোন কবি। বুকের ভেতর নাম লেখা তার- তবুও কেন ইচ্ছে করে, পেন্সিলে তাই লিখলো সে নাম-ক্ষয়ে আসা আসন পরে । পেরিয়ে গেছে বেশ কটা দিন- বৃষ্টি ভেজা, প্রখর রোদের, মুঠোফোনের আলাপনের কাটছিল দিন ভালোই তাদের। একবিকেলে সেই ছায়াতেই- ছেলেটি যায় খুঁজতে ছোঁয়া- ভালবাসার পরশ মাখা, নাম গুলি কি গেছে খোয়া!? আবার আলাপ মুঠোফোনেই- পাইনা যে ছাই লেখা তোর! সাঁজ গড়িয়ে নামলো আঁধার- হারিয়ে গেছে সেই প্রিয় ভোর। অনেক খোঁজার শ্রান্ত চোখে - অবশেষে মিললো দেখা। ছুঁলাম এ হাত তোর লেখাটায়- অনেক ভালবাসায় মাখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।