আমাদের কথা খুঁজে নিন

   

!!! ছাগলের শয়তানী ভার্সন !!!

আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ছাগলকে আমরা দুধ, মাংস, চামড়ার উৎস একটি নিরীহ প্রাণি হিসেবে জানি। এটা দেখতে এতই নিরীহ যে, অনেক সময় নির্বোধ মানুষজনকেও তাদের নির্বুদ্ধিতার জন্য ছাগল আখ্যা দেওয়া হয়। এই নিরীহ প্রাণিরই আছে অন্য এক অস্তিত্ব মানব সভ্যতায়। খ্রিস্টান ধর্মের শুরু হতেই শয়তানকে ছাগলের রূপে চিহ্নিত করা হত। মধ্যযুগের একটি সাধারন কল্পনা ছিল এমন যে, ছাগল শয়তানের কানে ছলনা, মিথ্যা, ইত্যাদি খারাপ বুদ্ধি ঢালে।

ধারণা করা হয়, এমন চিন্তার উৎপত্তি যৌন উত্তেজিত ছাগলের উদ্যম আচরণ। এটাকে হিংস্র লালসার চিহ্ন রূপে দেখা হত। শয়তানের খুব সাধারণ মধ্যযুগীয় রুপ হল ছাগলের মত শিং সহ মুখ, সাথে ছোট্ট দাড়ি। মধ্যযুগে শয়তানের উপাসনা বা কালযাদুতে কাল ছাগল রাখা হত, ধারণা ছিল শয়তান নিজেকে ছাগলের মধ্যে প্রকাশ করে। এমন কি বর্তমান যুগেও শয়তানের উপাসনা এবং মূর্তিপূজায় ছাগলকে শয়তানের সাথে যুক্ত করা হয়।

যে পঞ্চভুজ জ্যামিতিক আকার শয়তানের উপাসনার চিহ্ন হিসেবে ধরা হয়, সেটির উৎপত্তিও ছাগলের মাথার আকৃতি থেকে। উত্তর আমেরিকাতে প্রায় ১০,০০০ এর মত শয়তানের উপাসক আছে। সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে যে শয়তানের উপাসনার গির্জা আছে (Church of Satan), সেটার অফিসিয়াল প্রতিক হচ্ছে পঞ্চভূজের মধ্যে দাড়িওয়ালা ছাগলের মাথা। তথ্য সূত্র: উইকিপিডিয়া। পোস্টের সাথে সম্পর্কহীন আলোচনা এখানে করুন
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।