আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা !!! ... (একটি ছোট গল্প লেখার প্রচেষ্টা)।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

আবির, শোন তোর সাথে কিছু কথা ছিল, রিপার পিছু ডাক। আবির থামলো, কি বলবি তাড়াতাড়ি বল, আমার কাজ আছে, মাঠে যেতে হবে ওরা আমার জন্য অপেক্ষা করছে, যা বলার তাড়াতাড়ি বল। রিপা: মনে হচ্ছে তুই অনেক ব্যস্ত, যা মাঠে যা বন্ধুদের নিয়ে আড্ডা দে, না আমার কিছুই বলার নেই। রিপার মন খারাপ, আবির কে কি যেন বলতে গিয়েও থেমে গেল।

আবির ও রিপা একই ফ্লাটের দুজন, একই কলেজের ছাত্র ছাত্রী । দুজন দুজনের বাসাতে যায়, আড্ডা দেয় । পড়াশুনা থেকে শুরু করে কোচিং সব একই সাথে করে। ওরা দুজন দুজনের ভাল বন্ধু। ছোট বেলা থেকে নিয়ে এ পর্যন্ত ওদের মাঝে গড়ে উঠেছে ভাল এক সম্পর্ক যা বন্ধুত্বের চেয়ে একটু বেশী।

রিপার অনেক ভাললাগতে থাকে আবির কে, আবিরের ও একটু একটু , আর এই ভাল লাগা থেকেই ভালবাসার জন্ম রিপার হৃদয়ে। অনেক দিন যাবৎ বলবে বলবে ভাবছে রিপার সেই ভালবাসার কথা, কিন্তু ভয়ে ভয়ে আর বলা হয়ে উঠেনা। একদিন , আবির আর রিপা ঘুরতে বের হয় কলেজ ফাকি দিয়ে, আজ রিপার ইচ্ছা আবির কে বলবে ওর মনের লুকানো সব কথা, ওরা বসে কোন এক নির্জনতায় , রিপা এই কথা সেই কথা হাজারো কথা বলতে থাকে , বলে ওর বান্ধবী সুমি আর রবিনের প্রেম ভালবাসার কথা। একবার বলতে চাই আবার থেমে যায়, মনে মনে ভাবে , আবির যদি আমার এই প্রস্তাব মেনে না নেই, তবে ওর সামনে ও মুখ দেখাবে কি করে। রিপা একবার আবির কে প্রশ্ন করে , আবির, তুই কি কাউকে ভালবাসিস? রিপা যখন এই কথাটা আবির করে বললো , রিপার মুখে কেমন যেন ভয়ের ছাপ, কথাটা বলার পর পরই ঘাম মুছছে চেহরা থেকে।

রিপা ওর ডায়েরীটা বের করে আবির কে বলে আবির একটা ছোট কবিতা লিখেছি শুনবি? আবির বলে, তুই কবিতাও লিখিছ আবার কবে থেকে, হা হা শুনবো, রিপা কবিতাটা পড়তে থাকে... "একা একা হেটে চলেছি হাটছি তো হাটছিই, নিঃসঙ্গ পথ চলা, আমার এই পথ চলায় হঠাৎ রোদের আলো, কে জানি হাটছে আমার পিছু পিছু ও যে ছায়া আমার। আজ আমি নির্ভিক সেও হেটে চলছে আমার হাতে রেখে হাত প্রভাত শেষে রোদলা দুপুরে। তবে কেন যেন ভয় হয় দিনের শেষে রাতের আগমনে সে কি থাকবে আমার সাথে। " আবির : অনেক সুন্দর লিখেছিস তো তুই, থাকবে মানে তোর ছায়া সারাক্ষন তোর পাশে থাকবে। যদি না থাকে তবে আমায় বলিস , কেমন করে থাকতে হয় আমি ওকে শিখিয়ে দিবো।

লেখাটা কিন্তু অনেক ভাল লেগেছে আমার। রিপা : শুধুই কি ভাল লেগেছে?আর আমি যদি বলি লেখাটা তো.... আবির : কি থামলি কেন বল, কি বলতে চাইলি, বলতে গিয়ে থামবি না , বল লেখাটা আমার কি??? রিপা : না, কিছুনা । আবির কিছুটা বুঝতে পারে কেন রিপা আজ ওকে এখানে নিয়ে এসেছে, আর কেনই বা ওকে এই কবিতা শুনাচ্ছে, বলছে প্রেম ভালবাসার কথা। আবির চুপ করে থাকে কিছুক্ষন পরে কথা ঘুরাবার চেষ্ট করে । তবে রিপাও আজ অনেক সাহস নিয়ে এসেছে, আজ বলবেই কিছু ।

হঠাৎ রিপা জানতে চায়, আবির তোর কি কাউকে ভাললাগে,তুই কি কাউকে ভালবাসোস, তোকে কি কেউ ভালবাসে? আবির অনেকক্ষন চুপ করে থেকে, বলে... (চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.