আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ সময়ের কবিতা - ১

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

তবে কেন এমন করে, নিকষ কালো অন্ধকারে, হঠাৎ করে বাড়িয়েছিলে আমার দিকে হাত! আমার শুন্য গেরস্থালি অস্তিত্বেয় শতেক তালি এবং আমার বুকের ভেতর ভীষন গহীন রাত! কিসের জন্য বাড়িয়েছিলে অমন করে হাত? কেন বুকের মরুভূমি সিক্ত করতে চাইলে তুমি কেন তবে চাইলে ছুঁতে আমার পথের বাঁক? জানতে তুমি, বুকের ভেতর উড়ছে আমার শংখচিলের ঝাঁক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।