আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ-অফিস ডে-আউট প্রোগ্রাম:কামলাময় জীবন থেকে একদিনের মুক্তির কয়েকটি মুহূর্ত

munirshamim@gmail.com
অফিস আযোজন করেছিল ডে-আউট প্রোগ্রাম। গত চার তারিখে। সব সহকর্মীরা মিলে গিয়েছিলাম পুরনো রাজধানী সোনারগাঁ। তারপর রিভার ক্র্যুজ। লঞ্চে করে মেঘনা এবং বুড়িগঙ্গায় ঘুরে বেড়ানো। সারাদিন। খানা-পিনা? একদম ফ্রি। ঘুবিখা কর্মসূচি মানে ঘুরে বেড়ানোর বিনিময়ে খাদ্য কর্মসূচি। সেদিনের কিছু ছবি ব্লগার বন্ধুদের সাতে শেয়ার করার প্রয়াসে................................................. সোনারগাঁ প্রত্মতাত্ত্বিক যাদুঘরের পুকুর ঘাটে জিরিয়ে নেয়া...আর সম্মিলিত কলাখাওয়া কর্মসূচি আমার (কলিগ এর) নায়ে পার হইতে লাগে....আনা আনা বাংলার নদী দেখে একগুগ্ছ তন্ময়তা!!!!! আল্লাহ মেঘ দেয়, ছায়া দেয়...কত গরম রে ....হায় হায়!!! (লঞ্চে বসে জিরিয়ে নেয়া) কে যে গেল...বের হয় না ক্যান...সোনারগাঁ যাদুঘরের ..........এর সামনে অপেক্ষা!!! নেশা লাগিল রে........ ক্লোজআপ আনন্দ!!!! কলিগ তোর লাইগা রে কলিগ তোর লাইগা রে.......... কাজটাজ ফেলে যদি এ আড্ডাটাকেই স্থায়িত্বশীল করা যেত!! (লঞ্চে বসে জম্পেস আড্ডা...) ওএমএস নয়, রীতিমত ফ্রি খাবার!!! সুতরাং লাইন ধরায় কোন কষ্ট নাই...(লঞ্চের ভেতরে খাবারের জন্য লাইন...) গ্রুপ ওয়ার্ক (সম্মিলিত খাদ্যগ্রহণ কর্মসূচি).... কী যাদু বাংলা খাবারে!!!!! আহ!!! বিশ্বাস করুন, এ দধিতে মেলামাইন নেই........ মাংসের স্মৃতিগুলো মুছে দেই দন্ত থেকে!!!!! ভরা পেটে কেবল চেয়ে থাকি ও নদী তোর পানে-১!!!! ভরা পেটে কেবল চেয়ে থাকি ও নদী তোর পানে-২
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।