আমাদের কথা খুঁজে নিন

   

তবু মায়ের ডাক

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

আকাশ যখন ডাক দিয়েছে যেতেই হবে তার কাছে। নদী বলে--আয় না খোকন আমার জলে মাছ আছে। পাহাড় বলে কঠিন স্বরে-- ওদের কাছে যাস-নে তুই, হেলান দে আমার বুকে তোকে আমি একটু ছুঁই। খিলখিলিয়ে ঝর্ণা বলে-- আমি তোর আপনজন, ঝিরিঝিরি জল ছিটিয়ে একটু খেলে যা খোকন। ডাকছে দেখি গাছগাছালি পাখির সুরে আহ্বান, বন্ধু আমি সকলের তবু মায়ের ডাকে আলাদা টান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।