আমাদের কথা খুঁজে নিন

   

কবি

সুখীমানুষ

কবি এর মানে কি? ক’তে কথা আর বি’তে বিকাশ ? কথার বিকাশ যিনি করেন তিনিই কি কবি? নাকি ক তে কথা আর বি তে বিপণি? কথার বিপণি যিনি সাজায়ে বসেন তিনিই কি কবি? নাকি ক তে কষ্ট আর বি তে বিস্তৃতি? কষ্ঠের বিস্তৃতি যিনি সুখেদুঃখে লিখেন তিনিই কি কবি? বৃষ্ঠির দিন আমাকে খুব টানে, আমি বৃষ্টি পাগলা মানুষ। অবিরাম বৃষ্টিতে যে কোন একটি কল্পনাকে আমার বুনতে ইচ্ছে করে, নতুন নতুন কথার গাথুনি গড়ে আমি এর এঘর থেকে ও ঘরে ঘুরে বেড়াই। নীলাকাশ দেখে মনে হয়, কথার বিপণিতে সাজাই পশরা সাঝের আকাশের সোনালী মেঘের চারু দেখে আমার ইচ্ছে হয় কথার বিপণিতে সাজাই পশরা। অপবাদে অপমানে আমার মুখে কথা আসেনা, কথা আসে আমার মনে। শব্দ ও ছন্দের মিলে আমি অপ্রাসঙ্গিক কথার বুনন বুনি, এ আমার নিজস্ব এক জগৎ। আমি নিজে কি তাহলে সেই অর্থে কবি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।