আমাদের কথা খুঁজে নিন

   

১০০ টাকা! (হে যুবক)

আল বিদা

১০০ টাকায় এক কালে কত কি না হত! এখনও কত কি না হয়। টাকার মূল্য কমতে থাকলেও আজও অনেক অর্থ বহন করে এই ১০০ টাকা। সেদিন কি দেখলাম শুনুন। তেজগা'র এক ফিলিং স্টেশনে খুব হ্যান্ডসাম এক ছেলে তার বাইক নিয়ে আসল। মাথায় হেলমেট পড়া তাই মুখ দেখি নাই।

তবে বেশভুষায় আর ফিগারে ভালই লাগছিল। বাইক আমি অত চিনি না। তবে ভাল দামেরই বাইক চালাচ্ছিল। সে তার বাইকে ১০০ টাকার তেল নিল। তেলের দাম দেয়ার জন্য বাইকটি সাইড করতে লাগল।

বডড় করি কা হল! ঐ লোক এক টান দিয়েতেলের দাম না দিয়েই বাইক নিয়ে চলে গেল! লোকজন ধর ধর করেও ধরতে পারল না। ফিলিং স্টেশনের লোকজন গালিগালাজ করলেও বাইকের লোকটির তো এই বাজারে ১০০ টাকা বেচে গেল! এইবা কম কি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।