আমাদের কথা খুঁজে নিন

   

আজ স্মৃতিতে হারাবেন শেখ হাসিনা

তারুণ্যের বর্ণাঢ্য স্মৃতিতে হারাবেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ইডেন মহিলা কলেজ ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে স্কুল ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি। একটি থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন আর অন্যটি থেকে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছেন। আজ বহু দিন পর আবারও প্রিয় সেই শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে যাবেন প্রধানমন্ত্রী। আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে যাবেন শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারিকরণের ঘোষণা দিতে।

আর ইডেন কলেজে যাবেন কলেজের এক হাজার আসনবিশিষ্ট ১১ তলা হোস্টেল ভবনের উদ্বোধন করতে। বহু বছর আগের চিরচেনা সেই শিক্ষাপ্রতিষ্ঠান দুটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আজ যাচ্ছেন দেশের সরকারপ্রধান হিসেবে। আর এর মধ্য দিয়েই শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত প্রথম জনসভা শুরু করতে যাচ্ছেন। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেন। তিনি ২০০৭ সালে এ কলেজের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বলেছিলেন, 'আমার বয়স যতই হোক না কেন, আমি যখনই এ স্কুলে প্রবেশ করি তখনই আমার মনে হয়, আমি আবার আমার স্কুলজীবনে ফিরে এসেছি।

' আজ প্রধানমন্ত্রী আবার নিজের সেই স্মৃতিবিজড়িত স্কুলে ফিরে যাবেন। আজ বিকাল ৩টায় আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভাষণ দেবেন তিনি। এ দিন একই সঙ্গে নিজের বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দেবেন।

অন্যদিকে শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয় ইডেন মহিলা কলেজে। এ শিক্ষাপ্রতিষ্ঠানেই ১৯৬০ সালে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তার পথচলা শুরু হয়।

এরপর ১৯৬৬-৬৭ সালে ইডেন কলেজের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোয় তিনি সক্রিয় অংশ নেন। আজ সেই ইডেন কলেজ চত্বরেই কলেজের এক হাজার আসনবিশিষ্ট ১১ তলা হোস্টেল ভবনের উদ্বোধন করবেন তিনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।