আমাদের কথা খুঁজে নিন

   

ডেঙ্গু ধরা যায়

নিরব যোদ্ধা।
ডেঙ্গু রোগের জীবাণু শনাক্তকরণের অত্যাধুনিক পদ্ধতির আবিষ্কার করেছেন বাংলাদেশের একজন বিজ্ঞানী। সিঙ্গাপুরের এমপি বায়োমেডিক্যালস, এশিয়া প্যাসিফিক কোম্পানিতে কর্মরত প্রবাসী এ বিজ্ঞানীর নাম ড. বিজন কুমার শীল। আইজিএ নির্ভর পরীক্ষার সাহায্যে উদ্ভাবিত এ পদ্ধতির মাধ্যমে মাত্র ২০ মিনিটে ডেঙ্গু রোগ শনাক্ত করা সম্বভ। প্রথম ও দ্বিতীয়বার আক্রানত্ম উভয় রোগীর ক্ষেত্রেই এ পদ্ধতির মাধ্যমে ৮০ থেকে ১০০ ভাগ সাফল্য পাওয়া যায়।

এমপি বায়োমেডিক্যালস ডেঙ্গু পরীড়্গার আইজিএ টেস্ট কিট শিগগিরই বাজারে ছাড়বে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাজারজাতের পর বিশ্বব্যাপী এটি বাজারজাত করা হবে। বাংলাদেশ ২০০০ সাল থেকে ডেঙ্গু ভয়াবহতা মোকাবেলা করছে। ড. বিজন কুমার শীল উদ্ভাবিত পদ্ধতিটি ডেঙ্গু রোগ শনাক্তকরণে বিশেষ ভূমিকা রাখবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ড. বিজন কুমার শীল তার উদ্ভাবিত পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ডেঙ্গু রোগের জীবাণু বিস-ারের মাত্রা ও রোগীর আক্রানত্ম হওয়ার সময়ের ওপর নির্ভর করে কয়েক রকম পরীক্ষা রয়েছে। এ্যান্টিজেন ও এ্যান্টিবডিগুলোর মধ্যে আইজিএ এ্যান্টিবডি খুব দ্রম্নত বিস-ার লাভ করায় তার উদ্ভাবিত আইজিএ নির্ভর পরীক্ষা পদ্ধতি দ্বারা মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রোগ শনাক্ত করা যায়। বাজারের অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক বেশি কার্যকর। এর পরীক্ষা পদ্ধতিও খুব সহজ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।