আমাদের কথা খুঁজে নিন

   

আমার শততম পোষ্ট: আমার লেখা অল্টারনেটিভ ব্যান্ড ব্ল্যাক-এর একটি গান: ‍

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

শততম পোষ্টে নিজের সামান্য পরিচয় দিই। বছর সাতেক হল আমি "ব্ল্যাক" নামে একটি অল্টারনেটিভ ব্যান্ডের জন্য গান লিখছি। এখন অব্দি ওদের সব মিলিয়ে তিনটে অ্যালবাম বেরিয়ে।

সর্বশেষ অ্যালবামের নাম: "আবার। " এ বছরই বেরুল। জুলাইয়ে। ওই অ্যালবামেই "আবহমান" নামে একটি গান রয়েছে। বিশেষ কারণে গানটি আমার বড় প্রিয়।

গানটার পরিপ্রেক্ষিত এই রকম- গোলাম মুরশিদের একটা লেখা পড়ে জানলাম আবহমান বাংলা নাকি মিথ। সত্য নয়। মনে কষ্ট:পেলাম। এত দিনের ধারণাটা এভাবে ভাঙ্গল? চর্যাপদের ভাষা নাকি আদি বাংলা না; চর্যাপদের কবি কাহ্নপা নাকি চট্টগ্রামের নয়-উষিড়্যার ...এসব পড়ে ভীষন মন খারাপ। ভাবলাম আবহমান নিয়ে একটা গান লিখলে কেমন হয়।

গানে আবহমানতা বোঝা গেলে ভাবব আবহমান বাংলা সত্য। মিথ নয়। তো জন (ব্ল্যাক-এর ভোকাল) এল আমার কাছে। গিটার টিউন করতে করতে বলল, একটু নতুন কম্পোজিশন করেছি। লিরিক দরকার।

আমি বললাম, আমি একটা কবিতা লিখেছি। এই যে দেখ। দিনের মধ্যে ঘর, আর ঘরের মধ্যে কে? যারা যারা ছিল তারা কখন গেছে সরে। আরও একটা বাঁক পেরোলেই নদী আরও একটা দিন ফুরনোর পর ... পথ ফুরোলে কি দেখবি মানুষের সুখি ঘর? ঘরের ভিতর কান্না আর নাগরদোলার সুখ? আরও একটা বাঁক পেরোলেই নদী আরও একটা দিন ফুরনোর পর ... ওর পছন্দ হল। ইংলিশ মিডিয়ামে পড়ে আবহমান মানে জানে না।

জিজ্ঞেস করল। বললাম, আবহমান মানে From here to Eternity. ও মাথা ঝাঁকাল। তারপর আমার সামনেই জন গানটা দাঁড় করাতে লাগল। শুনতে শুনতে আমার তো মনে হল আবহমান বাংলা মিথ নয় মিথ্যে নয় সত্যি। এখন আপনারা শুনে দেখুন আপনাদের কি মনে হয়।

তবে একটা কথা। শুধু অ্যাকুয়েস্টিক গিটারে গানটা শুনে যতটা ভালো লেগেছিল তখন -রেকডিং করার পর যখন শুনলাম তখন অত ভালো লাগল না। লিঙ্ক: http://www.mediafire.com/?gymwiyko2ik

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।